শাহজাদপুরে দখলদার স্থাপনা উচ্ছেদ শুরু

 

18111093_10210884871336148_1491874711_oগুলশানের শাহজাদপুর থেকে উত্তর দিকে মরিয়ম টাওয়ার পর্যন্ত সড়কের দখলদার স্থাপনা উচ্ছেদ শুরু করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। রবিবার সকালে এ উচ্ছেদ কার্যক্রম উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও ডিএনসিসির মেয়ার আনিসুল হক।

গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন বলেন, ‘মরিয়ম টাওয়ার-২ এর সামনে থেকে উত্তর দিকে ভারতীয় হাইকমিশনের সামনের সড়কের সঙ্গে সংযুক্ত করার জন্য নতুন একটি সড়ক নির্মাণ করা হবে। ৫০ ফুট প্রস্থের এ সড়কের নির্মাণ কাজ আজ থেকে শুরু হলো। সড়কের জন্য যেসব জমির মালিক ক্ষতিগ্রস্থ হয়েছেন তাদের উপর্যুক্ত ক্ষতিপূরণ দেওয়া হবে।’

18053023_10210884428165069_741595465_oএক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্মাণাধীন সড়কের এক প্রান্তে মরিয়ম টাওয়ার-১ নামের একটি ভবন পড়েছে। বিএনপি আমলে গুলশান লেকের কথা চিন্তা না করেই এই ভবনের অনুমোদন দেওয়া হয়। যা এখন লেকের জন্য বিষফোঁড়া হয়ে দাঁড়িয়েছে। বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে। তবে আদালত বললে এ টাওয়ার সরিয়ে ফেলা হবে।’

উচ্ছেদ অনুষ্ঠানে মেয়র আনিসুল হক বলেন, ‘সড়কের জমি নিয়ে আদালতে মামলা ছিল। স্থানীয় জমি মালিকরা মামলাটি করেছিলেন। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী মামলা নিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলার দায়িত্ব দেন আমাকে। সে অনুযায়ী আমি সবার সঙ্গে কথা বলি। আলাপ-আলোচনার পর তারা মামলা তুলে নেন। এতে সড়কটি নির্মাণের পথ উন্মুক্ত হয়।’

18110332_10210884450445626_934589331_oউচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন- স্থানীয় সংসদস সদস্য একেএম রহমত উল্লাহ, রাজউক চেয়ারম্যান বজলুল করীম চৌধুরী, সদস্য প্রকৌশলী আব্দুর রহমান, প্রধান প্রকৌশলী রায়হানুল ফেরদৌস ও আনোয়ার হোসেন প্রমুখ।

আগামী তিন মাসের মধ্যে রাস্তা নির্মাণের কাজ শেষ হবে বলে রাজউক কর্মকর্তারা জানিয়েছেন।

/ওএফ/এসএনএইচ/