জঙ্গি অভিযানের সময় কোনও ক্ষতি হবে না, এটা বলা যাবে না: আইজিপি

পুলিশ সদর দফতরের সম্মেলন কক্ষে নিহতের স্বজনদের প্রতি সমেবদনা ও সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠানপুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক বলেছেন, ‘জঙ্গি অভিযানের সময় আমাদের (পুলিশের) কোনও ক্ষতি হবে না, এটা বলা যাবে না। যুদ্ধক্ষেত্রে একপক্ষের ক্ষতি হয় না। উভয় পক্ষেরই ক্ষয়ক্ষতি হয়।’ মঙ্গলবার (১৬ মে) বিকালে পুলিশ সদর দফতরে সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন।
এর আগে পুলিশ সদর দফতরের সম্মেলন কক্ষে রাজশাহী গোদাগাড়ীর জঙ্গি আস্তানায় নিহত ফায়ার সার্ভিস কর্মী আব্দুল মতিনের স্ত্রী সন্তান ও আহত পুলিশ সদস্যদের হাতে অনুদান তুলে দেন আইজিপি। পুলিশ সদর দফতরের সম্মেলন কক্ষে নিহতের স্বজনদের প্রতি সমেবদনা ও সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠানে ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) বি. জে. আলী আহম্মদ খান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নিহত ফায়ার সার্ভিসের কর্মী আব্দুল মতিনের স্ত্রী মোসা. তানজিলা বেগম, তার দুই সন্তান ও ছোট ভাই উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নিহত ফায়ার সার্ভিস কর্মী মতিনের স্ত্রীর হাতে সাত লাখ ও তার মায়ের জন্য ছোট ভাইয়ের হাতে তিনলাখ টাকা তুলে দেন।

গত ১১ মে গোদাগাড়ি জঙ্গি আস্তানায় আব্দুল মতিনকে কুপিয়ে ও সুইসাইডাল ভেস্ট বিস্ফোরণ ঘটিয়ে জঙ্গিরা হত্যা করে।

/এআরআর/এসএমএ/