আমি নিজের চোখে আপনাদের দেখতে এসেছি: প্রধানমন্ত্রী

নেত্রকোনায় বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে জনসভায় বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী (ছবি- ফোকাস বাংলা)নেত্রকোনায় বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমি নিজের চোখে আপনাদের দেখতে এসেছি। আপনারা হাওরের মানুষ, আমরা গোপালগঞ্জের বাওরের মানুষ। বন্যায় যেন আপনারা ক্ষতিগ্রস্থ না হন, তার ব্যবস্থা করা হবে।’

বৃহস্পতিবার (১৮ মে) দুপুরে নেত্রকোনোর খালিয়াজুড়ি ডিগ্রি কলেজ মাঠে এক জনসভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় এলে সাধারণ মানুষ ভালো থাকে। কারণ দেশের কামার-কুমার-জেলে-কৃষকের কল্যাণ করা আওয়ামী লীগের নীতি। আমরা সবার কল্যাণের নীতি নিয়ে কাজ করছি বলেই দেশ এগিয়ে যাচ্ছে।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘টুঙ্গিপাড়া যেতে ২৪ ঘণ্টা লাগতো। আমরা ধীরে ধীরে যোগাযোগ ব্যবস্থার উন্নতি করছি। লক্ষ্য হচ্ছে প্রত্যেকটা মানুষ যাতে সুন্দরভাবে বাঁচতে পারে। সেদিক বিবেচনা করে শ্রমিক-কৃষক সবার কথাই ভাবছি। আর এ জন্যই বিশ্ব আজ আমাদের অভিনন্দন জানায়।’

শেখ হাসিনা বলেন, ‘৭৫ এর পর যারা ক্ষমতায় ছিল তারা দেশের কোনও উন্নতি করেনি। প্রতি রাতে ক্যু (সামরিক অভ্যুত্থান) হতো।’

তিনি আরও বলেন, ‘নৌকা মার্কায় ভোট দিয়েছেন এ জন্য আমি কৃতজ্ঞ। নৌকায় ভোট দিলে আওয়ামী লীগ ক্ষমতায় এলে সাধারণ মানুষ ভালো থাকে।’

এলাকার ছেলে-মেয়েরা যাতে জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদকাসক্ত না হয় সেদিকে নজর দিতে সবাইকে আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিচ্ছি। ডিজিটাল সেন্টার ও কমিউনিটি ক্লিনিক করে দিচ্ছি। এরপরও তারা কেন এসব কাজে জড়াবে।’

তিনি আরও বলেন, ‘সন্তানদের প্রতি খেয়াল রাখুন। তারা যেন আমার মতো প্রধানমন্ত্রী হতে পারে। সেইভাবেই ছেলেমেয়েদের গড়ে তুলতে হবে।’

/ইউআই/এসএনএইচ/এফএস/ 

আরও পড়ুন- 

বাংলাদেশি এক তরুণের আইএস জঙ্গি হয়ে ওঠার গল্প

নাঈমকে গ্রেফতারের বিষয়ে জানতো না মুন্সীগঞ্জ পুলিশ