ভাস্কর্য অপসারণের প্রতিবাদের মামলায় আসামিদের জামিন

ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লিটন নন্দী ও উদীচীর আরিফুরসুপ্রিম কোর্টের সামনে থেকে গ্রিক দেবী থেমিসের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে পুলিশের দায়ের করা মামলায় আটক আসামিদের জামিন মঞ্জুর করেছেন আদালত। রবিবার ঢাকা মহানগর হাকিম একেএম মইনউদ্দিন সিদ্দিকী তাদের জামিন মঞ্জুর করেন।

আসামিদের পক্ষে আইনজীবী সাহারা হোসেন আদালতে জামিন আবেদন করেন। পরে আবেদনের শুনানি শেষে ৫ হাজার টাকার বন্ডে আসামিদের জামিন মঞ্জুর করেন আদালত। আদালতের সংশ্লিষ্ট সাধারণ নিবন্ধন কর্মকর্তা ও উপ-পরিদর্শক মোজাম্মেল হক বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

শুনানিতে আসামিপক্ষের আইনজীবী দাবি করেন, আসামিরা নির্দোষ, তাদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তাই তাদের জামিন দেওয়া হোক।

এদিকে, শুক্রবার রাতে পুলিশ বাদী হয়ে শাহবাগ থানায় চার জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৪০ থেকে ১৫০ জনকে আসামি করে মামলা করে। পেনাল কোডের ১৪৭, ১৪৮, ১৪৯, ১৮৬, ৩৩২, ৩৩৩, ৩৫৩, ৩০৭ ও ৪২৭ ধারায় মামলাটি দায়ের করা হয়। এই ধারাগুলোর মধ্যে ৩০৭ ধারায় তাদের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগও আনা হয়।

প্রসঙ্গত, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে গ্রিক দেবীর ভাস্কর্য সরানোর প্রতিবাদে গত শুক্রবার (২৬ মে) ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। এসময় তারা মিছিল নিয়ে ঢাবি ক্যাম্পাসের রাজু ভাস্কর্য থেকে হাইকোর্টের মাজার গেটের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশি বাধার মুখে পড়ে। ব্যারিকেড ভেঙে মিছিল সামনে এগুতে চাইলে পুলিশ জলকামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করে ছত্রভঙ্গ করে দেয়। পুলিশি বাধার মুখে মাজার গেট পার হতে না পেরে সেখানেই অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। এ সময় ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লিটন নন্দী, ছাত্র ইউনিয়নের ঢাকা কলেজ শাখার সভাপতি মোর্শেদ হালিম, ছাত্র ইউনিয়ন কর্মী জয় ও উদীচীর আরিফ নূরকে আটক করে পুলিশ। পরে আদালতে হাজির করা হলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকা মহানগর হাকিম সত্যব্রত্য শিকদার।

/এসআইটি/এসএনএইচ/