জাতীয় পরিবেশ পদক পাচ্ছেন দুই ব্যক্তি ও এক প্রতিষ্ঠান

বন ও পরিবেশমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুবন্যপ্রাণি সংরক্ষণে অবদান রাখার জন্য দুই ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে জাতীয় পরিবেশ পদক বা বঙ্গবন্ধু পুরস্কার দেওয়া হচ্ছে। এছাড়া বৃক্ষরোপণে অবদানের জন্য ২৭ জনকে প্রধানমন্ত্রী জাতীয় পুরস্কার দেওয়া হবে।

বুধবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য জানান বন ও পরিবেশমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। এ সময় মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ইশতিয়াক আহমেদ উপস্থিত ছিলেন।

এ বছর জাতীয় পরিবেশ পদক পাবেন- ব্যক্তি পর্যায়ে বরিশালের জেলা প্রশাসক, গ্রিণরোডের বাসিন্দা মোকাররম হোসেন এবং প্রাতিষ্ঠানিকভাবে স্কয়ার ফার্মাসিউটিক্যালস।

আনোয়ার হোসেন মঞ্জু বলেন, ‘আগামী ৫ জুন সারাবিশ্বের সঙ্গে বাংলাদেশেও বিশ্ব পরিবেশ দিবস পালিত হবে। জাতিসংঘ পরিবেশ কর্মসূচি প্রতিবছর বিশ্ব পরিবেশ দিবসের ভিন্ন ভিন্ন প্রতিপাদ্য নির্ধারণ করে। এবার পরিবেশ দিবসের প্রতিপাদ্য বিষয় হলো ‘প্রাণের স্পন্দনে, প্রকৃতির বন্ধনে’ এবং স্লোগান হলো- ‘আমি প্রকৃতির, প্রকৃতি আমার’।

তিনি আরও বলেন, ‘আগামী ৪ জুন সকাল ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও জাতীয় বৃক্ষ রোপণ অভিযান, পরিবেশ মেলা ও তিন মাসব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

/এসআই/এসএনএইচ/