চিফ হুইপকে নিয়ম মানার পরামর্শ স্পিকারের

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীসংসদ সদস্যদের নির্ধারিত সময়ের বাইরে সময় না বাড়াতে স্পিকারের প্রতি অনুরোধ করেছেন চিফ হুইপ আ স ম ফিরোজ। একই সঙ্গে তিনি সংসদ সদস্যদেরও বেঁধে দেওয়া সময়ের মধ্যে বাজেট বক্তব্য শেষ করার অনুরোধ করেন।

সোমবার জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থ বছরের বাজেটের ওপর সাধারণ আলোচনার চলাকালে তিনি এ অনুরোধ করেন। এদিকে চিফ হুইপ তার নিজের বক্তব্য দেওয়ার সময় নির্ধারিত সময়ে শেষ করতে পারবে কিনা- স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী প্রশ্ন তোলেন।

আ স ম ফিরোজ বলেন, বাজেটের ওপর এ পর্যন্ত ১২৬ জন বক্তব্য দিয়েছেন। আরও ১২০ জন বক্তব্য দিতে বাকি রয়েছে। আমাদের হাতে সময় কম। বিরোধী দলের প্রধান হুইপসহ সকল হুইপ বসে কোনও সংসদ সদস্য কতক্ষণ বক্তব্য দেবেন সময় ঠিক করে দিয়েছি। মাননীয় স্পিকার আপনার প্রতি অনুরোধ ওই সময়ের মধ্যে যেন থাকেন। আর সংসদ সদস্যদের অনুরোধ জানাবো আপনারা নির্ধারিত সময়ের মধ্যে বক্তব্য শেষ করবেন।

চিফ হুইপের বক্তব্যের পর স্পিকার বলেন, মাননীয় চিফ হুইপ আপনি যখন বক্তব্য দেবেন তখন এই নিয়ম থাকবে?

চিফ হুইপের এই অনুরোধের পর স্পিকারকে একাধিক সংসদ সদস্যকে সময় বাড়িয়ে দিতে দেখা গেছে।

/ইএইচএস/এসএনএইচ/