৩০ জুলাই থেকে ইসির সংলাপ

নির্বাচন কমিশনসুশীল সমাজের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে সংলাপ শুরু করবে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৩০ জুলাই সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সংলাপে বসার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন পরিচালনার দায়িত্বপ্রাপ্ত এই সাংবিধানিক প্রতিষ্ঠানটি। এরপর সাবেক নির্বাচন কমিশনার ও গণমাধ্যমের সঙ্গে বৈঠকে বসবে তারা। আর আগস্টের শেষ সপ্তাহে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করবে ইসি। কমিশন সচিবালয় এরই মধ্যে সংলাপের খসড়া তৈরি করেছে। আগামী ১৬ জুলাই চূড়ান্ত হবে সংলাপের সময়সীমা। একইসঙ্গে চূড়ান্ত রোডম্যাপও প্রকাশ করবে তারা। নির্বাচন কমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে।
কমিশন সূত্রে জানা গেছে, ২৫ আগস্ট থেকে ২ অক্টোবর পর্যন্ত ইসি নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে বসবে। এর আগে ৩০ জুলাই সুশীল সমাজ, ৩ আগস্ট সাবেক সিইসি ও ইসি এবং ১৯ আগস্ট গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে ইসি সংলাপ করবে। সবার সঙ্গে আলোচনার ভিত্তিতে ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত সুপারিশমালার প্রস্তুত করবে কমিশন।
বুধবার (২৮ জুন) এ লক্ষ্যে কর্মপরিকল্পনার খসড়া নিয়ে একদফা আলোচনা করেছে নির্বাচন কমিশন। সার্বিক বিষয়ে নির্বাচন কমিশনার, ইসি সচিব ও অতিরিক্ত সচিবের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার আলোচনা করেন।
নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আব্দুল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বুধবার ঈদের পর প্রথম কর্মদিবসেই প্রথম দফা আলোচনায় সংলাপের কিছু বিষয় ঠিক করে দিয়েছেন সিইসি। প্রাথমিকভাবে সংলাপের তারিখও নির্ধারণ করা হয়েছে। ৩০ জুলাই এটা শুরুর কথা বলা হয়েছে। আমরা অন্যদের সঙ্গে আগে আলোচনা করে শেষ দিকে রাজনৈতিক দলের সঙ্গে বসব বলে সিদ্ধান্ত নিয়েছি।’
সচিব বলেন, ‘সংলাপ নিয়ে ৩ জুলাই আরেক দফা আলোচনা করবে ইসি। এরপর আরও একাধিকবার বসে আমরা সব ঠিক করবো। ১৬ জুলাই চূড়ান্ত অনুমোদিত রোডম্যাপ প্রকাশ করা হবে। ওই রোডম্যাপে সংলাপের সময়সীমা জানিয়ে দেওয়া হবে।’
উল্লেখ্য, আগামী ২০১৯ সালের ২৮ জানুয়ারির আগের ৯০ দিনের মধ্যে একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে। ২০১৮ সালের ৩১ অক্টোবরের পর শুরু হবে একাদশ সংসদ নির্বাচনের সময় গণনা।

আরও পড়ুন-

ভ্যাট অব্যাহতির আওতায় আসলো যেসব পণ্য

ব্যাংক আমানতে আবগারি শুল্ক কমিয়ে অর্থবিল পাস

/টিআর/