নৌযান শ্রমিকদের কর্মবিরতির সিদ্ধান্ত প্রত্যাহার

নৌযানসরকার ঘোষিত নূন্যতম মজুরি বাস্তবায়নসহ ২১ দফা দাবিতে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। রবিবার (২৩ জুলাই) রাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম এ তথ্য জানান।
এর আগে সন্ধ্যার পর কর্মবিরতি পালনের ঘোষণা দেয় সংগঠনটি। ঘোষণা অনুযায়ী রবিবার (২৩ জুলাই) দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করার কথা ছিল। সন্ধ্যার পর এই কর্মসূচি পালনের ঘোষণার দেওয়ার কয়েক ঘণ্টা পর রাতে তা প্রত্যাহার করা হলো।

সরকার, মালিক ও শ্রমিক ত্রিপাক্ষিক বৈঠকের পর কর্মবিরতি পালনের ঘোষণা প্রত্যাহার করা হয়েছে বলে জানান চৌধুরী আশিকুল আলম। তিনি বলেন, ‘মন্ত্রণালয়ে দুই দফা বৈঠকের পর সমঝোর মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকার ও মালিক পক্ষ দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে শ্রমিকরা তা মেনে নেন।

/এসএস/এসএমএ/

আরও পড়ুন
সোমবার থেকে নৌযান শ্রমিকদের লাগাতার কর্মবিরতি শুরু