‘ডিসিদের অবাধ তথ্য প্রবাহের উদাহরণ হতে হবে’

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুঅবাধ তথ্য প্রবাহের উদাহরণ হিসেবে নিজেদের গড়ে তুলতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশনা দিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। মঙ্গলবার (২৫ জুলাই) সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত জেলা প্রশাসক সম্মেলনে এ নির্দেশনা দেন তিনি।
এর আগে সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ের শাপলা হলে তিনদিন ব্যাপী জেলা প্রশাসক সম্মেলন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর মাঠ প্রশাসনের এই কর্মকর্তাদের সম্মেলনের মন্ত্রণালয়ভিত্তিক কার্য-অধিবেশন অনুষ্ঠিত হয় সচিবালয়ের মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে।

তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত কার্য-অধিবেশন শেষে মন্ত্রণালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘জেলা প্রশাসকদের নিজ নিজ দফতরকেই অবাধ তথ্যপ্রবাহের উদাহরণ হিসেবে গড়ে তুলতে হবে। কারণ তথ্যের অবাধ প্রবাহ এখন সময়ের দাবি।’

জনগণকে সেবা দিতে জেলা প্রশাসকের অন্যতম সুযোগ রয়েছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘বৈষম্যহীন উন্নয়ন পরিকল্পনা ও সব উন্নয়ন কাজে জনগণের অংশ নেওয়াকে স্বতস্ফূর্ত করতে হবে। সহকর্মীদের জনকল্যাণে উৎসাহ দেওয়ার দায়িত্ব পালনে একনিষ্ট ও সচেষ্ট হতে হবে ডিসিদের।’

দেশ এখন জঙ্গি সমস্যা মোকাবিলা করছে উল্লেখ করে ইনু বলেন, ‘দেশে এখন বৈষম্যহীন উন্নয়ন হাঁটছে সুশাসনের পথে। সুশাসন প্রতিষ্ঠায় স্বচ্ছতা, নৈতিকতা, জবাবদিহিতা, সম্পদের সুষম বণ্টন এবং জনগণের সম্মতি ও সন্তুষ্টি অর্জনের কোনও বিকল্প নেই।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাসানুল হক ইনু বলেন, ‘এবারের ডিসি সম্মেলন ব্যাতিক্রম। অতীতের জঞ্জাল ও জঙ্গিবাদ ফেলে এবার জেলা প্রশাসকরা ভালভাবে দায়িত্ব পালন করছেন। সে ক্ষেত্রে জেলা প্রশাসকদের বলেছি, গতানুগতিক দায়িত্ব পালন নয়। ১৯৭২ সালের চার মূল নীতি ধারণ করে  দায়িত্ব পালন করুন।’

তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারা নিয়ে জেলা প্রশাসকরা কোনও কথা বলেছেন কিনা জানতে চাইলে ইনু বলেন, ৫৭ ধারা কোনও সমস্যা নয়।
উল্লেখ্য, সরকারের কৌশল ও নীতি বাস্তবায়নে মাঠ পর্যায়ের কর্মকর্তা হিসেবে জেলা প্রশাসকরা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এ কারণে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয় জেলা প্রশাসক সম্মেলনে। চলতি বছর এই সম্মেলন শুরু হয় মঙ্গলবার। আগামী বৃহস্পতিবার (২৭ জুলাই) সম্মেলন শেষ হবে। মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে এই সম্মেলন অংশ নিয়েছেন দেশের জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনাররা।     

/এসআই/এসএমএ/

আরপ পড়ুন
‘এক বছর পর গ্রামে লোড শেডিং থাকবে না’

টিআর-কাবিখা: যাচাই-বাছাই করে প্রকল্প পাঠাতে বললেন ত্রাণমন্ত্রী

সেবা পেতে হলে রাজস্ব আয় বাড়াতে হবে: অর্থমন্ত্রী

ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত শিশুদের তালিকা তৈরির নির্দেশ

ডিসিদের ২৩টি নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী