পর্যায়ক্রমে ১০ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

মোহাম্মদ নাসিম (ফাইল ছবি)

দেশের জেলা পর্যায়ে চিকিৎসক সংকট কাটাতে ধারাবাহিকভাবে ১০ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

বুধবার (২৬ জুলাই) বিকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে জেলা প্রশাসকদের (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনের শেষ ও অষ্টম অধিবেশন শুরু হয়। অধিবেশনে বক্তব্য রাখেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। অধিবেশন শেষে বের হওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘জেলায় জেলায় চিকিৎসক সংকট রয়েছে বলে জানিয়েছেন ডিসিরা। পাশাপাশি তারা আমাকে অ্যাম্বুলেন্স সংকটের কথাও জানিয়েছেন। এ সংকট কাটাতে পর্যায়ক্রমে ১০ হাজার চিকিৎসক নিয়োগ করা হবে। আর অ্যাম্বুলেন্স সংকট দূর করতে অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে, আরও দেওয়া হবে।’

তিনি বলেন, ‘প্রায়ই নানান জেলার হাসপাতালে কর্তৃপক্ষ ও রোগীদের মধ্যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এসব ঘটনায় সঙ্গে সঙ্গে আইনের দ্বারস্থ না হয়ে আলাপ-আলোচনার মাধ্যমে নিষ্পত্তির জন্য ডিসিদের নির্দেশ দিয়েছি।’

তিনি আরও বলেন, ‘জেলায় ডিসিরা হলেন অভিভাবক। তাদের মাধ্যমেই জেলার স্বাস্থ্যখাতের উন্নয়নমূলক কাজগুলো হয়ে থাকে। নির্বাচনের বাকি আছে দেড় বছর। এর আগে স্বাস্থ্যখাতের উন্নয়নে সরকারের অবদানের কথা জনগণকে জানানোর জন্যও ডিসিদের বলেছি।’

চিকুনগুনিয়া নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘ঢাকার বাইরে কোথাও চিকুনগুনিয়া নেই। চিকুনগুনিয়া আছে কেবল ঢাকায়। জেলাগুলোতে কেউ যাতে চিকুনগুনিয়ায় আক্রান্ত না হয়, সে জন্য সব এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখারও নির্দেশ দিয়েছি।’

দ্বিতীয় দিনের সম্মেলন শেষে ডিসিরা বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে বৈঠক করছেন। এ বৈঠকে রাষ্ট্রপতি ডিসিদের দিক-নির্দেশনা দেবেন বলে জানা গেছে।

/এসআই/এমএ/টিএন/