আইন কর্মকর্তারা দলীয় বিবেচনায় নয়, স্থায়ীভাবে নিয়োগ পাবেন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক (ফাইল ফটো)নিম্ন আদালতের আইন কর্মকর্তাদের দলীয় বিবেচনায় নয়, স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে বলে জেলা প্রশাসকদের (ডিসি) জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে জেলা প্রশাসকদের (ডিসি) সম্মেলনের তৃতীয়দিনের তৃতীয় অধিবেশন শুরু হয়। অধিবেশন শেষে আইনমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘‘সম্মেলনে জেলা প্রশাসকরা নিম্ন আদালতের জিপি, পিপি, এপিপিসহ মামলা পরিচালনাকারী সরকারি আইন কর্মকর্তাদের জুডিশিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ ও বেতন-ভাতা বাড়ানোর প্রস্তাব করেছেন। এছাড়া তারা স্বাধীন আইন পরিচালনাকারী সংস্থা গঠনের দাবিও জানিয়েছেন।’ জবাবে আমি তাদের জানিয়েছি, ‘সরকারের এ বিষয়ে পরিকল্পনা আছে। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। এটি হয়ে গেলে নিম্ন আদালতের আইন কর্মকর্তাদের দলীয় বিবেচনায় নয়, স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে।’’

তিনি আরও বলেন, ‘‘ডিসিরা মোবাইল কোর্ট পরিচালনাকারী ম্যাজিস্ট্রেটদের বিচারিক ক্ষমতা চেয়েছেন।’ জবাবে আমি তাদের জানিয়েছি, ‘বিষয়টি আদালতে বিচারাধীন। আমি এ বিষয়ে কোনও মন্তব্য করবো না।’’

/এসআই/এসএনএইচ/