‘বাঘ আমাদের গর্ব, আমরাই বাঘ রক্ষা করবো’

বিশ্ব বাঘ দিবস‘বাঘ আমাদের গর্ব,আমরাই বাঘ রক্ষা করবো'এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ  শনিবার (২৯ জুলাই) পালিত হচ্ছে বিশ্ব বাঘ দিবস। ২০১০ সালে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে এই বাঘ রয়েছে এমন ১৩টি দেশের রাষ্ট্র প্রধানদের সম্মেলনে প্রতি বছর ২৯ জুলাই বিশ্ব বাঘ দিবস পালনের সিদ্ধান্ত হয়।

বাঘ সংরক্ষণের জন্য প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ করা এবং বাঘ সম্পর্কে জনসচেতনতা গড়ে তোলার জন্য বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া, চীন, ভুটান, নেপাল, মিয়ানমার, থাইল্যান্ড, মালয়েশিয়া, কম্বোডিয়া, লাওস, ভিয়েতনাম ও রাশিয়ায় এ ১৩টি দেশ প্রতি বছর এ দিনটি পালন করে।  

দিবসটি উপলক্ষে পরিবেশ ও বন মন্ত্রণালয় সমাবেশ,শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করেছে। এছাড়া বাগেরহাটের সুন্দরবন পূর্ব বন বিভাগ শরণখোলা ও মংলা উপজেলায় সমাবেশ এবং আলোচনা সভা করা হবে। সরকারি-বেসরকারি পর্যায়ে বিভিন্ন সংগঠনও দিবসটি পালন করবে।

কর্মসূচির মধ্যে রয়েছে,সকাল ৯টায় বাগেরহাট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সমাবেশ, ৯টা ১০ মিনিটে বর্ণাঢ্য র্যালী,১০টায় জেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভা ও ১১টা ২৫ মিনিটে লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান।

২০১৫ সালে বাঘ গণনা জরিপে প্রকাশতি তথ্য অনুসারে,সুন্দরবনে বাঘের সংখ্যা এখন সর্বসাকুল্যে ১০৬টি। বাংলাদেশ ও ভারত মিলিয়ে পুরো সুন্দরবনে বাঘের সংখ্যা ১৭০। এর আগে ২০০৪ সালে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির সহায়তায় বনবিভাগ বাঘের পায়ের ছাপ গুনে জরিপে বলা হয়,সুন্দরবনে বাঘের সংখ্যা ৪৪০টি।

 

/সিএ/এসটি/

আরও পড়ুন

আশঙ্কাজনক হারে কমছে সুন্দরবনের বাঘ

ভারতে ‘বেড়াতে’ যাওয়া বাঘেরা কোথায়!

কমেছে বাঘের সংখ্যা, বন্ধ হয়নি শিকার