৩১ জুলাই থেকে ইসির ধারাবাহিক সংলাপ শুরু

নির্বাচন কমিশনএকাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন বিশেষজ্ঞসহ অংশীজনদের সঙ্গে ৩১ জুলাই থেকে ধারাবাহিক সংলাপ শুরু করছে নির্বাচন কমিশন (ইসি)। ৩১ জুলাই সকাল পৌনে ১১টায় নির্বাচন সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে সুশীল সমাজের সঙ্গে কমিশন সংলাপে বসবে।

ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান জানান,সংলাপে কমিশন প্রণীত নির্বাচনি কর্মপরিকল্পনা বা রোডম্যাপ উপস্থাপন করে এ বিষয়ে নির্বাচন বিশষজ্ঞ,রাজনৈতিক দল,সুশীল সমাজ,গণমাধ্যম ব্যক্তিত্ব,পর্যবেক্ষক, নারী নেত্রীসহ প্রধান অংশীজনদের মতামত নেওয়া হবে। তাদের পরামর্শ ও মতামতের ওপর ভিত্তি করে কমিশন তার কর্মপরিকল্পনা বাস্তবায়ন করবে।

তিনি বলেন,নির্বাচনি কর্মপরিকল্পনা বা রোডম্যাপের আলোকেই সংলাপের এজেন্ডা বা কার্যপত্র তৈরি করা হয়েছে।

সংলাপে নির্বাচনী আইন ও বিধিমালা সংশোধন,সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণ আইন যুগোপযোগী করা,নির্ভুল ভোটার তালিকা প্রণয়নে পরামর্শ, ভোটকেন্দ্র স্থাপন সংক্রান্ত কার্যক্রম যুগোপযোগী করা বিষয়ে পরামর্শ,নতুন রাজনৈতিক দল নিবন্ধন এবং নিবন্ধিত রাজনৈতিক দল নিরীক্ষা সংক্রান্ত প্রস্তাবনাসহ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সক্ষমতা বৃদ্ধির বিষয় মতামত গ্রহণ সংলাপের এজেন্ডায় অন্তর্ভুক্ত করা হয়েছে বলে তিনি জানান। খবর বাসস।

/এসটি/