জাতিসংঘ অফিস ঘেরাওয়ের মিছিলে ইসলামী আন্দোলনকে পুলিশের বাধা

জাতিসংঘ অফিস ঘেরাওয়ের মিছিলে ইসলামী আন্দোলনকে পুলিশের বাধা (ছবি: সাজ্জাদ হোসেন)রোহিঙ্গা ইস্যুতে ঢাকায় জাতিসংঘ কার্যালয় অভিমুখে ইসলামী আন্দোলনের গণমিছিলে বাধা দিয়েছে পুলিশ। ফলে মিছিল করতে না পেরে জাতিসংঘের কার্যালয়ে স্মারকলিপি দেওয়ার জন্য যাত্রা করেন দলের সদস্যরা। দলের আট সদস্যের একটি প্রতিনিধি দল এই স্মারকলিপি পেশ করেন।জাতিসংঘ অফিস ঘেরাওয়ের মিছিলে ইসলামী আন্দোলনকে পুলিশের বাধা (ছবি: সাজ্জাদ হোসেন)

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে বায়তুল মোকাররম থেকে ইসলামী আন্দোলনের আমীর সৈয়দ রেজাউল করীমের নেতৃত্বে মিছিল শুরু হলে পুলিশ বাধা দেয়। পরে বাধার মুখে দলের প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীর নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধি দল ঢাকায় জাতিসংঘের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেন।

জাতিসংঘ কার্যালয় অভিমুখে ইসলামী আন্দোলনের মিছিল (ছবি: সাজ্জাদ হোসেন)

এর আগে সকাল থেকেই বায়তুল মোকাররমের উত্তর গেটে জড়ো হতে থাকেন ইসলামী আন্দোলনের নেতা-কর্মীরা। সেখানে সমাবেশে বক্তব্য রাখেন দলের নেতারা। সমাবেশে ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর  মুফতি সৈয়দ রেজাউল করীম বলেন, ‘আমাদের অবস্থান সু চি সহ যারা মানুষ হত্যায় মত্ত হয়েছে তাদের বিরুদ্ধে। জাতিসংঘ আলোচনা করছে, বিভিন্ন সিদ্ধান্ত দিচ্ছে, কিন্তু মিয়ানমারে তার বাস্তবায়ন হচ্ছে না। এখানে কী রহস্য আছে আমরা জানি না। কফি আনান কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়ন করতে হবে। জাতিসংঘের মাধ্যমে মিয়ানমারে শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করতে হবে।’

জাতিসংঘ কার্যালয় অভিমুখে ইসলামী আন্দোলনের মিছিল (ছবি: সাজ্জাদ হোসেন)

তিনি আরও বলেন, ‘মিয়ানমারে যারা হত্যাকাণ্ড চালাচ্ছে তারা কোনও ধর্মের অনুসারী না, তারা নাস্তিক। নারকীয় হত্যাকাণ্ড কোনও ধর্মের অনুসারীদের কাজ হতে পারে না। বৌদ্ধ ধর্ম অহিংস, সেই ধর্মে প্রাণহত্যাকে বড় ধরণের অপরাধ বলা হয়েছে।’ বাংলাদেশে রোহিঙ্গা শরর্ণার্থী শিবিরে ত্রাণ ব্যবস্থা জোরদারের দাবিও জানান রেজাউল করীম।

আরও পড়ুন- ‘রোহিঙ্গা এসেছে চার লাখ ২৪ হাজার, নিবন্ধিত হয়েছে ৫৫৭৫ জন’