ট্রাক-কাভার্ডভ্যানমুক্ত থাকবে তেজগাঁও এলাকা: ডিএনসিসি প্যানেল মেয়র

তেজগাঁওয়ের সাতরাস্তা এলাকা ট্রাক ও কাভার্ডভ্যানমুক্ত থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্যানেল মেয়র মো. ওসমান গণি। সোমবার বেলা একটায় ওই সড়ক বিষয়ে বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির নেতাদের সঙ্গে এক বৈঠকে তিনি একথা বলেন।

ডিএনসিসি প্যানেল মেয়র (ফাইল ছবি)প্যানেল মেয়র বলেন, ‘বৈঠকে সমিতির নেতারা ওই সড়কটি দখলমুক্ত রাখার অঙ্গীকার করেছেন।’ ডিএনসিসির নগরভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে তেজগাঁও সাতরাস্তা এলাকার রাস্তার দুই পাশে ট্রাক ও কাভার্ডভ্যান রাখা নিয়ে প্রতিবেদন প্রকাশের পর এই বৈঠকের আয়োজন করেন প্যানেল মেয়র ওসমান গণি।

বৈঠকে প্যানেল মেয়র বলেন, ‘মেয়র আনিসুল হকের অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা তেজগাঁও ট্রাকস্ট্যান্ড উদ্ধার করতে পেরেছি। তার অর্জন আমরা হাতছাড়া করতে পারি না। এছাড়া বাংলাদেশ ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতির কাছে করা মেয়র আনিসুল হকের সব অঙ্গীকারও আমরা পূরণ করবো।’

বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি হাজী তোফাজ্জল হোসেন মজুমদার বলেন, ‘গাড়ির সংখ্যা যে হারে বাড়ছে তা রাখার জায়গা সে হারে বাড়েনি। যেহেতু তেজগাঁও একটি শিল্পাঞ্চল এবং এখানে অনেক গুদাম রয়েছে তাই রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত এখানে মালামাল উঠানামা হয়ে থাকে। এই সময়ের বাইরে কোন ট্রাক-কাভার্ডভ্যান থাকে না।’

বৈঠকে অন্যদের মধ্যে ১নং ওয়ার্ড কাউন্সিলর মো. আফসার উদ্দিন খান, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. মোবাশ্বের চৌধুরী, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর মো. মফিজুর রহমান, ২৪নং ওয়ার্ড কাউন্সিলর মো. সফিউল্লা, ২৮নং ওয়ার্ড কাউন্সিলর মো. ফোরকান হোসেন, করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মেসবাহুল ইসলাম ও বাংলাদেশ ট্রাক কাভার্ড ভ্যান মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।