‘এস কে সিনহা বিচার বিভাগে আসার পর থেকেই বিতর্ক শুরু হয়’

এস কে সিনহা বিচার বিভাগে আসার পর থেকেই বিতর্ক শুরু হয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। বৃহস্পতিবার ‘বিচারের রাজনীতি, রাজনীতির বিচার’ শীর্ষক বাংলা ট্রিবিউন বৈঠকিতে অংশ নিয়ে তিনি একথা বলেন।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরীবৈঠকিতে আওয়ামী লীগের এই সাংগঠনিক সম্পাদক বলেন, ‘আমরা বিচার বিভাগ নিয়ে রাজনীতি করতে চাই না। তবে জনগণের কাছে বিচার বিভাগকেও মুখোমুখি হতে হবে, এটা নিশ্চিত করতে হবে। আমরা গণতান্ত্রিক দেশ। দেশ স্বাধীনের পরে বলা হল রাষ্ট্রের প্রতিটি স্থানে জবাবদিহিতা থাকবে। কিন্তু যদি বলা হয়, আমার জবাবদিহিতা আমি নিজেই করবো, তাহলে নিজেকেই নিজে প্রশ্নবিদ্ধ করছি।’

তিনি আরও বলেন, ‘এমনভাবে বিচারবিভাগ সৃষ্টি হচ্ছে যে, যেন সৃষ্টিকর্তার পরে আমার অবস্থান। আমার ওপরে কারও কোনও হস্তক্ষেপ থাকবে না। এর মানে আমরা বিচারের ঊর্ধ্বে উঠে যাচ্ছি।’

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় শুক্রাবাদের বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে বৈঠকি সরাসরি সম্প্রচার শুরু করছে এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা যাচ্ছে এই আয়োজন। বৈঠকি সঞ্চালনা করছেন মুন্নী সাহা।

বৈঠকিতে অন্যদের মধ্যে অংশ নিয়েছেন সুপ্রিম কোর্ট বারের সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদীন, সাংবাদিক স্বদেশ রায়, আইনজীবী ব্যারিস্টার রুমীন ফারহানা ও বাংলা ট্রিবিউনের হেড অব নিউজ হারুন উর রশীদ।