‘বিদ্যমান আইনেই নির্বাচনে সেনা মোতায়েন সম্ভব’

সংলাপ পরবর্তী সাংবাদিক সম্মেলনে সিইসিবিদ্যমান আইনেই নির্বাচনে সেনা মোতায়েন সম্ভব বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা। তিনি বলেন, ‘এই আইনেই নির্বাচনে সেনা মোতায়েন করা যাবে। তবে নির্বাচনে সেনা মোতায়েন হবে কি হবে না বা কিভাবে মোতায়েন হবে সে সিদ্ধান্ত নেওয়ার সময় এখনও আসেনি। সময় আসলেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

বৃহস্পতিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সংলাপ পরবর্তী সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, ‘আইন কানুন যেটা আছে সেটা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য যথেষ্ট। এর জন্য নতুন করে কোনও আইন প্রণয়নের প্রয়োজন নেই। তবে বিদ্যমান আইনের যথাযথ প্রয়োগ করতে হবে।’

নির্বাচনে সহায়তা করা নির্বাহী বিভাগের সবার কর্তব্য উল্লেখ করে তিনি বলেন, ‘সবাইকে আইনের মধ্যে থেকেই দায়িত্ব পালন করতে হবে। কারও প্রতি দায়িত্ব অবহেলা ও পক্ষপাতের অভিযোগ এলে বা আইনের ব্যত্যয় হলে সেখানে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

এসময় সিইসি নির্বাচন অনুষ্ঠানে আইনের বিভিন্ন ব্যবস্থার কথা উল্লেখ করেন।

নির্বাচন কী প্রক্রিয়ায় হবে- জানতে চাইলে কেএম নুরুল হুদা বলেন, ‘নির্বাচন কিভাবে হবে সে বিষয়ে ইসির কিছুই করণীয় নেই। সরকার যে ব্যবস্থা নির্ধারণ করবে সেভাবেই নির্বাচন হবে।’

উদাহারণ দিয়ে তিনি বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের সময় নির্বাচনের একটি প্রক্রিয়া ছিল। এখন অন্য প্রক্রিয়া আছে। তবে নির্বাচনের প্রক্রিয়ার বিষয়ে সরকারকে চাপ দেওয়া বা বাধ্য করার সুযোগ ইসির নেই।’

আরও পড়ুন:
যা বলেছি তথ্যভিত্তিক, '৭৫-৭৭ পর্যন্ত দেশে বহুদলীয় গণতন্ত্র ছিল না: সিইসি