সংসদের শীতকালীন অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের খসড়া অনুমোদন

দশম জাতীয় সংসদের ২০১৮ সালের প্রথম অধিবেশনে (শীতকালীন অধিবেশন) রাষ্ট্রপতির ভাষণের (বিস্তারিত ও সংক্ষিপ্ত) খসড়া অনুমোদন করেছে মন্ত্রিপরিষদ।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ সভায় এ অনুমোদন দেওয়া হয়। পরে বিকালে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

শফিউল আলম বলেন, `রাষ্ট্রপতির বিস্তারিত ভাষণ হবে ৭২ হাজার ৩৮৬ শব্দের এবং সংক্ষিপ্ত ভাষণ হবে সাত হাজার ৪৫৭ শব্দের। তবে এ ভাষণ আরও সংক্ষিপ্ত করা হতে পারে। সংক্ষিপ্ত ভাষণটি ছয় হাজার শব্দের মধ্যে আনা হবে।’

তিনি আরও বলেন, ‘খসড়ায় ৯টি বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। যার মধ্যে রয়েছে- দেশের সার্বিক অর্থনীতি, দেশের আর্থ-সামাজিক অবস্থা, রূপকল্প-২০২০-২১ বাস্তবায়নের অগ্রগতি, ডিজিটাল বাংলাদেশ, বাংলাদেশের কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা বলয়, যুদ্ধাপরাধীদের বিচার এবং প্রশাসনিক বিন্যাস। আগামী ৪ জানুয়ারির মধ্যে এ খসড়া চূড়ান্ত করা হবে। অধিবেশনের প্রথম দিনেই রাষ্ট্রপতি সংসদে ভাষণ দেবেন।’

শীতকালীন অধিবেশন কবে বসতে পারে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এটা রাষ্ট্রপতির বিষয়। তিনি যেদিন সংসদের অধিবেশন ডাকবেন সেদিনই অনুষ্ঠিত হবে।’