রাযেরবাজার স্মৃতিসৌধে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা

রায়েরবাজার বধ্যভূমিতে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধারাজধানীর রায়েরবাজারের বধ্যভূমি স্মৃতিসৌধে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ভোর থেকেই স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। ফলে সেখানে জনতার ঢল নামে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে জনতার স্রোত।

রায়েরবাজার বধ্যভূমিতে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা (4)বধ্যভূমি স্মৃতিসৌধে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান, ঢাকা মহানগর উত্তর আওযামী লীগের সাধারণ সম্পাদক হাজী সাদেক খান প্রমুখ।

রায়েরবাজার বধ্যভূমিতে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা (3)এছাড়া মুক্তিযুদ্ধা বিষয়কমন্ত্রী আ ক ম মুজাম্মেল হকের নেতৃত্বে শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যরাও বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান।

রায়েরবাজার বধ্যভূমিতে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা (2)শ্রদ্ধা নিবেদন করেন স্বাধীনতা শিক্ষক পরিষদের সধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান সাজুসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন। এ সময় বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরাও শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে রায়েরবাজার বধ্যভূমিতে জড়ো হন।

25434177_1525854384169910_238283457_oশহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মরণে একটি প্রতীকী ১৪ ডিসেম্বর অঙ্কন করে কেন্দ্রীয় খেলাঘর।

আরও পড়ুন:
রায়েরবাজার বধ্যভূমি এখন যেমন