অভিবাসী শ্রমিকদের জন্য ইমিগ্রেশন সহজ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

অভিবাসী দিবসের অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীঅভিবাসী শ্রমিকদের জন্য ইমিগ্রেশন সহজ করা হবে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। এছাড়া তারা যেন প্রতারণার শিকার না হন সেদিকে নজরদারি বাড়ানো হবে বলেও জানিয়েছেন।

আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘অভিবাসনের নামে যেন মানব পাচার না হয় সেদিকে নজর দিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে কাজ করতে হবে।’

বৈধপথে অভিবাসন নিশ্চিত করতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা চাই না নিয়মের বাইরে গিয়ে কেউ সমস্যার সম্মুখীন হোক।’

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য দেওয়ার আগে দক্ষিণ কোরিয়ায় থাকা  অভিবাসী শ্রমিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলা হয়। দক্ষিণ কোরিয়ার শ্রমিকরা বলেন, তারা ভালো আছেন এবং সেখানে  আরও শ্রমিক পাঠানোর সুযোগ আছে।

এসময় জুয়েল নামের একজন বলেন, ‘কোনও শ্রমিক মারা গেলে তার লাশ দেশে পাঠাতে যাতে সমস্যা না হয় সেই ব্যবস্থা করতে হবে।’

স্বরাষ্ট্রমন্ত্রী তাদের আশ্বস্ত করে বলেন, ‘কোনও প্রতারণা শিকার যাতে না হতে হয় সেজন্য ইমিগ্রেশনে নজরদারি থাকবেই। তবে বৈধ কর্মসংস্থান নিয়ে যারা যাবেন তাদের ক্ষেত্রে যেন সহজে কাজটি সম্পন্ন হয় সেদিকে লক্ষ্য রাখা হবে।’

হুন্ডির মাধ্যমে টাকা না পাঠানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বৈধ পথে রেমিটেন্স পাঠিয়ে আপনারা  দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন।’