তুরস্কের প্রধানমন্ত্রী ঢাকায়

বিনালি ইলদিরিম (ছবি-সংগৃহীত)তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম দু’দিনের সফরে ঢাকা পৌঁছেছেন। সোমবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নিজস্ব বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখানে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী তাকে অভ্যর্থনা জানান।

আগামীকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তিনি দ্বিপক্ষীয় বৈঠকে যোগ দেবেন। বৈঠক শেষে দু’টি সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে বলে জানিয়েছে একাধিক সূত্র।

সরকারের সংশ্লিষ্ট একজন কর্মকর্তা বলেন, দুই দেশের এসএমই ফাউন্ডেশন এবং স্ট্যান্ডার্ড ইনস্টিটিউটের মধ্যে দুটি সহযোগিতা সমঝোতা স্মারক সই হবে বলে আশা করছি।

বুধবার সকালে তুরস্কের প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের অবস্থা দেখার জন্য কক্সবাজার যাবেন। পরে সেখান থেকেই তিনি তুরস্কের উদ্দেশে রওনা হবেন।