মন্ত্রিসভার নতুন চার সদস্যকে আনতে ৬ গাড়ি প্রস্তুত

(বাঁ থেকে) নারয়ণ চন্দ্র চন্দ, মোস্তাফা জব্বার, শাহজাহান কামাল ও কাজী কেরামত আলীমন্ত্রিসভার রদবদলের সিদ্ধান্ত অনুযায়ী নতুন চার জন মন্ত্রী আজ মঙ্গলবার শপথ নেবেন। এজন্য তাদের বঙ্গভবনে  নিয়ে যেতে ছয়টি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে।

মঙ্গলবার দুপুর পৌনে ২টার দিকে রাষ্ট্রীয় পরিবহন পুল থেকে ছয়টি কালো রঙয়ের করোলা গাড়ি সচিবালয়ে প্রবেশ করে। পরিবহন পুলের পরিচালক জয়নাল আবেদীন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

IMG_20180102_142927জানা গেছে, ছয়টি গাড়ির মধ্যে চারটি গাড়ি মন্ত্রিসভার চার সদস্যকে আনতে পাঠানো হবে। বাকি দুটি গাড়ি অতিরিক্ত হিসেবে রাখা হয়েছে। কোনও গাড়ির যান্ত্রিক ত্রুটি দেখা গেলে অতিরিক্ত গাড়িগুলো ব্যবহার করা হবে।

গাড়িগুলো হলো- ঢাকা মেট্রো-ভ-১১-১৮১৮, ঢাকা মেট্রো-গ-৩৩-৪৪০০, ঢাকা মেট্রো-গ-৩৫-০৫০৮ এবং ঢাকা মেট্রো-গ-৩৫-০৪৯৮। এছাড়া অতিরিক্ত গাড়িগুলো হলো- ঢাকা মেট্রো-ভ-১১-১৮১৫ এবং ঢাকা মেট্রো-ভ-১১-১৮২৪।

IMG_20180102_141412আরও জানা গেছে, গাড়ি চারটি সচিবালয়ের ভেতরে মন্ত্রিপরিষদ বিভাগের সামনে রাখা হয়েছে। সেখান থেকে উপসচিব পদমর্যাদার চার কর্মকর্তা নতুন চার সদস্যকে আনতে রওনা হবেন।

রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনে মঙ্গলবার সন্ধ্যায় নতুন চার সদস্য শপথ নেবেন। নতুন চার সদস্য হলেন, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী। এছাড়া, তথ্যপ্রযুক্তিবিদ ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি মোস্তাফা জব্বার।

আরও পড়ুন:
শপথ নিচ্ছেন ৪ মন্ত্রী