মিয়ানমারের ওপর চাপ রাখতে ভারতের প্রতি আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী (ফাইল ছবি)রোহিঙ্গা প্রত্যাবাসন টেকসই করার জন্য ভারত ও আন্তর্জাতিক সম্প্রদায়কে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী।

দিল্লিতে বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারতে তিন দিনব্যাপী রাইসিনা ডায়ালগের সমাপনী দিনে পররাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে বলেন, ‘আমি আশা করি রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনের মাধ্যমে এই সমস্যার স্থায়ী সমাধান হবে।’ তিনি গত ১৬ জানুয়ারি বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে স্বাক্ষরিত ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্টের বিষয়টি উল্লেখ করেন।

বাংলাদেশ-ভারতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে তিনি বলেন, ‘আমাদের এখন সবচেয়ে ভালো সম্পর্ক রয়েছে। এই দুটি সবচেয়ে বিশ্বস্ত প্রতিবেশী দেশের সম্পর্কের গভীরতা ও ব্যাপ্তির গত চার দশকে প্রসার ঘটেছে।’