দেশের উন্নয়ন দেখে খালেদা নির্বাচন থেকে দূরে থাকার পাঁয়তারা করছেন: প্রাণিসম্পদ মন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দমৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, ‘বর্তমান আওয়ামী লীগ সরকারের উন্নয়নে ভয় পেয়ে খালেদা জিয়াসহ তার দোসররা নির্বাচন থেকে দূরে থাকার পাঁয়তারা করছেন।’

শুক্রবার বিকালে নড়াইলের লোহাগড়া সরকারি আদর্শ মহাবিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে। সেই নির্বাচনে কোনও দল অংশ নিলো,কী নিলো না সেটা তাদের বিষয়।

মন্ত্রী আরও বলেন, ‘নির্বাচনে জয়ী হতে পারবে না বুঝতে পেরে খালেদা জিয়া নির্বাচন থেকে দূরে থাকার তালবাহানা করছে। দেশের মানুষের সঙ্গে যাদের সম্পর্ক নেই তারা কখনও এ দেশের রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে না।’

মন্ত্রী আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনা মনোনীত প্রার্থীকে নৌকা প্রতীকে ভোট দেওয়ারও আহ্বান জানান।

এর আগে শুক্রবার সকালে খুলনা পাবলিক কলেজের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী-২০১৮ উপলক্ষে দুই দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী।

মন্ত্রী প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘পদ্মাসেতু নির্মাণ সম্পন্ন হলে খুলনা অঞ্চল একটি অর্থনৈতিক জোনে পরিণত হবে। মোংলা বন্দরও ঘুরে দাঁড়াবে।’ খবর বাসস।