তিন মাস নয়, ছয় মাসের জন্য স্থগিত ডিএনসিসি উপনির্বাচন

ডিএনসিসি উপ-নির্বাচনঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপনির্বাচন ছয় মাসের জন্য স্থগিত করেছেন আদালত। মঙ্গলবার (২৩ জানুয়ারি) রাতে স্থগিতাদেশের কপি হাতে পেয়ে এ তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

এদিকে চার মাসের জন্য স্থগিত করা হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাচন। যদিও রায়ের পর আইনজীবীরা জানিয়েছিলেন, তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে ঢাকার দুই সিটির নির্বাচন।

নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব হেলাল উদ্দীন মঙ্গলবার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা আদালতের লিখিত রায়ের একটি ফটোকপি সংগ্রহ করেছি। এতে ডিএনসিসি নির্বাচন ছয় মাস ও ডিএসসিসি নির্বাচন চার মাস স্থগিত করা হয়েছে বলে উল্লেখ রয়েছে।’

রায়ের বিরুদ্ধে আপিল করবেন কিনা এমন প্রশ্নের জবাবে ইসির ভারপ্রাপ্ত সচিব বলেন, ‘আমরা আদেশের সার্টিফাইড কপির জন্য আবেদন করেছি। কপি পাওয়ার পর আইনজীবীদের সঙ্গে কথা বলে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’