পাইলট আবিদের স্ত্রীর বিষয়ে কাল ব্রিফিং করবেন চিকিৎসকরা

পাইলট আবিদ ও তার স্ত্রী আফসানা (ফেসবুক থেকে সংগৃহীত)লাইফ সাপোর্টে থাকা নেপালে বিমান দুর্ঘটনায় নিহত ক্যাপ্টেন আবিদ সুলতানের স্ত্রী আফসানার বিষয়ে আগামীকাল মঙ্গলবার সকাল ১১টায় ব্রিফিং করবেন চিকিৎসকরা। কর্তব্যরত চিকিৎসক রাফি সোমবার (১৯ মার্চ) রাতে বাংলা ট্রিবিউনকে এই কথা জানান।

তিনি বলেন, ‘তার অবস্থা আগের মতো। তিনি সংকটাপন্ন। মঙ্গলবার সকাল ১১টায় সিনিয়র চিকিৎসকরা তার চিকিৎসার বিষয়ে ব্রিফিং করবেন।’

রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালের আইসিইউতে আফসানা চিকিৎসাধীন। চিকিৎসকরা বলছেন, ‘তার বাঁচার সম্ভাবনা মাত্র দুই শতাংশ।’

আফসানার আত্মীয় শামীমা নার্গিস রবিবার বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, গত কয়েকদিন যাবৎ তিনি সুস্থই ছিলেন। তবে রবিবার ভোরে তিনি ফোন করে দ্রুত বাসায় যেতে বলেন শামীমাকে। বাসায় যাওয়ার পর দেখতে পান আফসানা কথা বলতে পারছেন না, হাত-পা নেতিয়ে পড়েছে। প্রথমে তাকে উত্তরার একটি ক্লিনিকে নেওয়া হয়। পরে সেখান থেকে নিউরোসায়েন্সে আনা হয়।

গত ১২ মার্চ ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিমান কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয়। এ ঘটনায় ক্যাপ্টেন আবিদ সুলতানসহ ৪৯ আরোহী নিহত হন।

আরও পড়ুন: বাবা চলে গেছেন, মায়ের অবস্থাও সংকটাপন্ন