নতুন জোট খুঁজছে বাংলাদেশ

পররাষ্ট্র সচিব এম শহীদুল হকমধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার পর আন্তর্জাতিক নতুন জোটে যোগ দিতে আগ্রহী বাংলাদেশ। বুধবার (২১ মার্চ) বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত ‘স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উত্তরণ’ শীর্ষক এক সেমিনারে পররাষ্ট্র সচিব এম শহীদুল হক এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘জোট তৈরি করা এবং প্রতিষ্ঠিত জোট খুঁজতে হবে আমাদের।’
পররাষ্ট্র সচিব বলেন, ‘স্বল্পোন্নত দেশের জোট বা জি-৭৭ জোট ভালো, কিন্তু এখন আমাদের ভিন্ন জোট প্রয়োজন। এছাড়া আমরা চিন্তা করছি এমন  জোটের কথা, যার উদ্যোক্তাদের একজন  হবে বাংলাদেশ।’
এম শহীদুল হক মধ্যম আয়ের দেশের চ্যালেঞ্জ বিষয়ে বলেন, ‘আমাদের রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক স্থিতিশীলতা ও গতিশীলতা থাকতে হবে।’
এছাড়া প্রতিযোগিতামূলক সক্ষমতার ঘাটতি, প্রাকৃতিক দুর্যোগ এবং সুশাসনের অভাব মধ্যম আয়ের দেশের জন্য অন্যতম চ্যালেঞ্জ বলে মনে করেন পররাষ্ট্র সচিব।
তিনি বলেন, ‘গত বছর আমাদের এক-চতুর্থাংশ এলাকায় ফসল হানির কারণে দেশ খাদ্য সংকটে পড়েছিল।’

বর্তমান বৈশ্বিক ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট  দুই বছর আগের তুলনায় অনেক বেশি জটিল উল্লেখ করে পররাষ্ট্র সচিব বলেন, ‘আমাদেরকে আগের তুলনায় অনেক বেশি সাবধান থাকতে হবে, যাতে নতুন বৈশ্বিক পরিস্থিতি আমাদের দেশে অস্থিতিশীলতা তৈরি করতে না পারে।’