দেশে লোডশেডিং নেই বললেই চলে: মায়া

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াদুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, বর্তমানে দেশে লোডশেডিং নেই বললেই চলে।  সরকার প্রত্যেক ঘরে-ঘরে বিদ্যুৎ পৌঁছে দিচ্ছে।

শুক্রবার বিকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার চরপাথালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সরকারের উন্নয়ন শীর্ষক এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন,খালেদা জিয়ার সময় দেশে অনেক লোডশেডিং ছিল। আর বর্তমান সরকারের সময়ে দেশে লোডশেডিং নেই বললেই চলে। ছেলে-মেয়েদের লেখাপড়ার সুবিধার জন্য প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, মতলবে ৫ শতাধিক কিলোমিটার এলাকায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। মতলবের রাস্তাঘাট আলোকিত করতে ৯ শতাধিক সোলার প্যানেল ও স্ট্রিট ল্যাম্প স্থাপন করা হয়েছে।

সুলতানাবাদ ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ স্বপন মোরশেদের সভাপতিত্বে এ সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা সাজেদুল হোসেন চৌধুরী দীপু, মতলব উত্তর উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আহমেদ মঞ্জু, ভাইস চেয়ারম্যান আরিফুল ইসলাম ইমন, ছেংগারচর পৌর মেয়র রফিকুল আলম জজ প্রমুখ। খবর বাসস।