আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ

আহত একজন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটেছে। তাদের অভিযোগ, মিছিল থেকে তাদের ওপর গুলি চালানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা বেশ কয়েক রাউন্ড গুলির শব্দ শুনেছে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা হলের বাইরে অবস্থান করছিলেন। সোমবার ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে।

ছাত্রলীগের মিছিলে যোগ দেওয়া অনেকের হাতেই দেখা যায় রড-লাঠি

সোমবার ভোর ৬টার দিকে ছাত্রলীগের সভাপতি ও সেক্রেটারির নেতৃত্বে একটি মিছিল দোয়েল চত্বর হয়ে কার্জন হল হয়ে শহীদুল্লাহ হলে প্রবেশ করে। হলের উভয় গেট দিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা প্রবেশ করে। এ সময় ভেতরে আন্দোলনকারীরা ইটপাটকেল ছুড়লে ছাত্রলীগের মিছিল থেকে গুলিবর্ষণ শুরু হয়। একপর্যায়ে পিছু হটে তারা। এ সময় নেতাকর্মীদের পুলিশের সহায়তা চাইতে দেখা যায়।

মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক

এর আগে ভোরে পৌনে ৬টার দিকে ছাত্রলীগের সভাপতি ও সেক্রেটারির নেতৃত্বে শাহবাগ থেকে বিক্ষোভ মিছিল করে টিএসসি হয়ে কার্জন হলের দিকে যায়।

 

 আরও পড়ুন-


অশুভ শক্তি গুজব রটিয়ে বেড়াচ্ছে: নানক

 

ঢাবি উপার্যের বাসভবনে ভাঙচুর, গাড়িতে আগুন

শাহবাগ মোড়ে কোটা সংস্কারের দাবিতে অবস্থান

ঢাবি উপাচার্যের বাসভবনের সামনে আন্দোলনকারীরা

কোটা সংস্কার আন্দোলন: গোলাপ না নিয়ে পিছু হটলো পুলিশ

ঢাবি ক্যাম্পাস ছাত্রলীগের দখলে, আন্দোলনকারীরা টিএসসিতে

মুখোশধারীরা আমার বাসভবনে হামলা চালিয়েছে: ঢাবি উপাচার্য

কোটা সংস্কার আন্দোলন: সকাল ১১টায় বৈঠকের প্রস্তাব সরকারের

কোটা সংস্কার আন্দোলন: পুলিশের লাঠিচার্জ-টিয়ারশেলে আহত ৩১

ছাত্রীদের নিরাপদে হলে পৌঁছে দেওয়াটাই এখন বড় বিষয়: ঢাবি প্রক্টর

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের ওপর টিয়ার শেল ও লাঠিচার্জ ( ভিডিও)