‘অন্যায় করলে তার শাস্তি পেতে হবে’

ঢাকা চেম্বারের অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানা খাঁন কামাল বলেছেন, ‘তারা (কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করা শিক্ষার্থীরা) দাবি করতেই পারেন, কিন্তু বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষাকের বাড়িতে এভাবে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট এর আগে কখনও আমরা দেখিনি। এ কারণে যারা অন্যায় করেছে তাদের শাস্তি হবে।’

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় রাখার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে এলাকা ভিত্তিক ও বিশেষায়িত ব্যবসায়ী সমিতিগুলোর সঙ্গে মত বিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। রবিবার (১৫ এপ্রিল) ঢাকা চেম্বারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মন্ত্রী বলেন, ‘এ ঘটনায় আইসিটি আইনসহ ৫টি মামলা হয়েছে। মামলাগুলোর এখন তদন্ত চলছে। তদন্ত শেষে এ বিষয়ে কথা বলা যাবে। অন্যায় করলে তার শাস্তি পেতে হবে।’

প্রসঙ্গত, ৮ এপ্রিল রাত ১টার দিকে এক থেকে দুই হাজার বিক্ষোভকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের  বাসভবনে প্রবেশ করে। তারা মূল গেট ভেঙে ফেলে এবং দেয়ালের তারকাঁটা ভেঙে বাসায় ঢুকে পড়ে। তাদের হাতে রড, হকিস্টিক, লাঠি ও বাঁশ ছিল। উপাচার্যের বাসভবনের তার ব্যাপক ভাঙচুর করে। এছাড়া, বাসভবনে থাকা গাড়ি ও আশপাশে একাধিক মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। 

আরও পড়ুন:

উপাচার্যের বাসভবনে রাতের তাণ্ডব

ঢাবি উপার্যের বাসভবনে ভাঙচুর, গাড়িতে আগুন

 

শাহবাগ মোড়ে কোটা সংস্কারের দাবিতে অবস্থান

ঢাবি উপাচার্যের বাসভবনের সামনে আন্দোলনকারীরা

কার্জন হলে টিয়ারশেল, আন্দোলনকারীদের বিক্ষিপ্ত প্রতিরোধ

কোটা সংস্কার আন্দোলন: গোলাপ না নিয়ে পিছু হটলো পুলিশ

ঢাবি ক্যাম্পাস ছাত্রলীগের দখলে, আন্দোলনকারীরা টিএসসিতে

কোটা সংস্কার আন্দোলনের বিরুদ্ধে ক্যাম্পাসে ছাত্রলীগের মিছিল