শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশ





শিক্ষক নিবন্ধন পরীক্ষা (ফাইল ছবি)১৪তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) । সোমবার (২৩ এপ্রিল) এই ফল প্রকাশ করা হয়।
এই পরীক্ষায় স্কুল-২ পর্যায়, স্কুল পর্যায় এবং কলেজ পর্যায়ে মোট ১ লাখ ৬৬ হাজার ৩১৮ জন প্রার্থী অংশ নেন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১৯ হাজার ৮৬৩ জন। এই উত্তীর্ণদের মধ্যে স্কুল-২ পর্যায়ে রয়েছেন ৬২৪ জন, স্কুল পর্যায়ে ১৫ হাজার ৩৬২ জন এবং কলেজ পর্যায়ে রয়েছেন ৩ হাজার ৮৭৭ জন।
১৪তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় স্কুল পর্যায়-২-এ ২৩টি, স্কুল পর্যায়ে ২৩টি এবং কলেজ পর্যায়ে ৩৫টিসহ মোট ৮১টি বিষয়ে লিখিত পরীক্ষা নেওয়া হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে ওয়েবসাইট ও এসএমএস-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
পরীক্ষার ফলাফল জানতে http://www.ntrca.gov.bd ও http://ntrca.teletalk.com.bd ওয়েবসাইট থেকে জানা যাবে। এছাড়া উত্তীর্ণ প্রার্থীদের টেলিটক থেকে এসএমএস-এর মাধ্যমেও ফলাফল জানিয়ে দেওয়া হবে।