ভিশন ২০২১ ও ২০৪১ বাস্তবায়নে একযোগে কাজ করতে হবে: এইচ টি ইমাম

বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম।

দেশকে স্বাবলম্বী ও স্বনির্ভর করতে এবং প্রধানমন্ত্রী ঘোষিত ভিশন ২০২১ ও ২০৪১ বাস্তবায়নে সকল বিসিএস ক্যাডার কর্মকর্তাকে একযোগে কাজ করার আহ্ববান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম। তিনি বলেন, ‘বিসিএস ক্যাডাররা কোনও গোষ্ঠীর প্রতিনিধি নন। দেশের মানুষের সেবায় তাদের ব্যক্তিস্বার্থ ও গোষ্ঠীস্বার্থ ভুলে আপামর সেবায় নিয়োজিত হতে হবে।’

শনিবার (১৯ মে) রাজধানীর পুরানা পল্টনের ফারস হোটেল মিলনায়তনে ৩০তম বিসিএস ফোরাম আয়োজিত আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন ৩০তম বিসিএস ক্যাডার ফোরামের সভাপতি মো. আব্দুল কাদির মিয়া শিপু। উপস্থিত ছিলেন বিসিএস প্রশাসন একাডেমির রেকটর মোশারফ হোসেন, পুলিশের অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান, ঢাকা জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান, ৩০তম বিসিএস ফোরামের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া ও বিসিএস বিভিন্ন ক্যাডার ও ব্যাচের নেতারা। অনুষ্ঠানে ৩০তম বিসিএস ক্যাডার ফোরামের বিভিন্ন ক্যাডারের প্রায় ৩০০ সদস্য উপস্থিত ছিলেন।

৩০তম বিসিএস ক্যাডার ফোরামের সভাপতি মো. আব্দুল কাদির মিয়া শিপু বলেন, ‘ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে ৩০তম বিসিএস ক্যাডার ফোরামের সদস্যরা সারাদেশে একযোগে মানুষের সেবায় কাজ করে যাচ্ছে।’