‘বিএনপি ইস্যুতে পর্যবেক্ষণ আদালতের, সরকারের নয়’

কানাডার রাষ্ট্রদূত, ছবি সংগৃহীতবাংলাদেশে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত বেনোয়া প্রেফন্ত বলেছেন, ‘বিএনপিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিহিত করা হয়েছে কানাডার আদালতে পর্যবেক্ষণ। এটি সরকারের ভাষ্য নয়, আদালতের পর্যবেক্ষণ। কাজেই আমি এ বিষয়ে কোনও মন্তব্য করবো না।’

বুধবার (২৩ মে) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে নিজ কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন রাষ্ট্রদূত। এরপর তিনি সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে এসব কথা বলেন।

সম্প্রতি বিএনপিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিহিত করেছেন কানাডার ফেডারেল কোর্ট। একইসঙ্গে ফেডারেল কোর্টের এই রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ চেয়ে করা আবেদনও নাকচ করে দিয়েছেন বিচারক।

তিনি বলেন, কানাডার আদালত বিশ্বের বিভিন্ন দেশের রাজনৈতিক দল নিয়ে পর্যবেক্ষণ করে। এটি তারই অংশ।

এ প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘বিএনপি যে সন্ত্রাসী দল তা কানাডার পর্যবেক্ষণে আবারও প্রমাণিত হলো। এখন অবশ্য বিএনপি আগুন সন্ত্রাস করছে না। এখন তাদের উচিত নির্বাচনমুখী হওয়া। তবে বিএনপি আসুক, না আসুক যথা সময়ে যাথা নিয়মে নির্বাচন অনুষ্ঠিত হবে।’

তিনি আরও বলেন, ‘বিএনপি সব সময় নির্বাচন কমিশনকে প্রশ্ন বিদ্ধ করে। এই কমিশনকেও তাই করছে। বর্তমান সরকারের আমলে যেকোনও নির্বাচন যে অবাধ ও নিরপেক্ষ হয় তার প্রমাণ সম্প্রতি খুলনা সিটি করপোরেশন নির্বাচন। গাজীপুরেও এ ধরনের অবাধ নির্বাচন হবে।’