তিন সিটিতে নির্বাচনি প্রচারণার সুযোগ পাচ্ছেন না এমপিরা

রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি করপোরেশনতফসিলের আগে সংশোধিত আচরণ বিধিমালার প্রজ্ঞাপন জারি না হওয়ায় রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে সংসদ সদস্যরা নির্বাচনি প্রচারণায় অংশ নিতে পারছেন না।

এ বিষয়ে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ মঙ্গলবার (১২ জুন) দুপুরে সাংবাদিকদের জানান, সংশোধিত আচরণ বিধিমালা ভেটিং হয়ে আমাদের কাছে এসেছে। বিষয়টি আজকের মিটিংয়ের এজেন্ডায় ছিল না। ঈদের পর কমিশনের বৈঠকে প্রজ্ঞাপনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

ইসি কর্মকর্তারা জানান, কোনও নির্বাচনের তফসিল যখন ঘোষণা করা হবে, তখন যে আইন বিধি থাকবে, তার আলোকেই নির্বাচন হবে। তাই ঈদের পর সিটি করপোরেশন নির্বাচনের সংশোধিত আচরণ বিধিমালার গেজেট হলে এমপিরা এ তিন সিটি নির্বাচনের প্রচারণায় অংশ নিতে পারবেন না।

উল্লেখ্য, আগামী ৩০ জুলাই রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ২৯ মে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা এসব সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করেন।