স্পিকারের ঈদ কাটলো যেভাবে

বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী (ছবি: ফোকাস বাংলা)শুভেচ্ছা বিনিময়, পরিবারের সঙ্গে সময় কাটিয়ে ও ফুটবল বিশ্বকাপ দেখে ঈদ উদযাপন করছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এদিন স্বামী সৈয়দ ইশতিয়াক হোসেন টুটুলের উপহার দেওয়া শাড়ি পরেছেন তিনি। তার ভাষ্য, ‘ঈদের আগের দিন বৃষ্টি হওয়ায় আজ গরম নেই। তাই ঈদটা সুন্দরভাবেই কেটেছে।’

শিরীন শারমিনের স্বামী-সন্তান ঈদের জামাত পড়তে গিয়েছিলেন জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। দিনের বেশিভাগ সময় পরিবার-পরিজন নিয়ে কেটেছে তার। পাশাপাশি কর্মস্থলের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। তিনি বলেন, ‘রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে গিয়েছিলাম।’

স্বামী-সন্তান নিয়ে দুপুরের খাওয়া সেরে নেন শিরীন শারমিন চৌধুরী। খাবারের তালিকায় ছিল মোরগ-পোলাও। তবে এবারের রান্না করেছেন গৃহকর্মী। হাতে সময় না পাওয়ায় নিজে রান্না করতে পারেননি তিনি।

এর আগে প্রবাসে থাকা মেয়ের সঙ্গে কুশল বিনিময় করেন স্পিকার। তিনি বলেছেন, ‘ঈদের দিন কিছুটা অবসর পাওয়া গেছে। সন্ধ্যা থেকে আর্জেন্টিনা ও আইসল্যান্ডের খেলা দেখে সময় কাটছে।’