‘কাউন্সিলর একরামের সঙ্গে কথোপকথনের অডিও সম্পর্কে জানতে আরও সময় লাগবে’

মিট দ্য প্রেস অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী, ছবি: ফোকাস বাংলাস্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, কক্সবাজারের টেকনাফে বন্দুকযুদ্ধে নিহত কাউন্সিলর একরামুলের সঙ্গে তার পরিবারের কথোপকথনের যে অডিও প্রকাশ হয়েছে তা নিয়ে তদন্ত চলছে। এ সম্পর্কে জানতে আরও সময় লাগবে।

মঙ্গলবার (১৭ জুলাই) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে মিট দ্য প্রেস অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ মন্তব্য করেন তিনি।

মন্ত্রী বলেন, ‘কথোপকথনের অডিও নিয়ে তদন্ত চলছে। আমি যতটুকু জানি আপনারাও ততটুকু জানেন। তদন্ত হচ্ছে, যে-ই এটার সঙ্গে জড়িত আছে তার বিরুদ্ধে ব্যবস্থা আমরা নেবো। আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশনা এইটুকু, যে অন্যায় করবে তার বিচার হবে। সবার জন্য আইন সমান।’

মাদক নির্মূলে কাউকে ছাড় দেওয়া হচ্ছে না দাবি করে মন্ত্রী বলেন, ‘মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। মাদক সম্পূর্ণ নির্মূল না হওয়া পর্যন্ত এই যুদ্ধ চলবে। পুলিশ এমনকি সংসদ সদস্যের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা এমন কিছু করতে চাই না, যাতে নিরীহ ব্যক্তি আক্রান্ত হয়। ৫টি গোয়েন্দা সংস্থাকে তাগাদা দিয়ে মাদক ব্যবসায়ীর তালিকা করিয়েছি। যাদের নাম কমন পড়ছে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।’