বাংলাদেশের এভিয়েশন সেফটি পার্টনার হতে চায় কানাডা

বিমান ও পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামালের সঙ্গে সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার বেনওয়া প্রেফন্টেন (ছবি: পিআইডি)ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন (আইকাও) স্বীকৃত কানাডার এভিয়েশন সেফটি প্রোগ্রাম বিশ্বব্যাপী সমাদৃত। দ্রুত বর্ধনশীল এভিয়েশন ইন্ডাস্ট্রির সেফটি ও সিকিউরিটি নিশ্চিত করতে বিশ্বের আরও অনেক দেশ এর অংশীদার। বাংলাদেশকেও এই এভিয়েশন সেফটির পার্টনার হওয়ার আমন্ত্রণ জানিয়েছে কানাডার মিনিস্ট্রি অব ট্রান্সপোর্ট।

মঙ্গলবার (১৭ জুলাই) সচিবালয়ে বিমান ও পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামালের সঙ্গে সাক্ষাৎকালে এ সংক্রান্ত একটি চিঠি হস্তান্তর করেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার বেনওয়া প্রেফন্টেন।

এছাড়া কানাডার সঙ্গে জিটুজি ভিত্তিতে সম্পাদিত চুক্তি অনুযায়ী বিমান বাংলাদেশ এযারলাইন্স লিমিটেডের জন্য তিনটি ড্যাশ-৮ এয়ারক্রাফট কেনার বিষয়টি ত্বরান্বিত করতে বৈঠকে আলোচনা হয়। সেখানে ছিলেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইমরান, মন্ত্রীর একান্ত সচিব মফিজুল ইসলাম পাটওয়ারী ও কানাডিয়ান হাইকমিশনের ট্রেড কমিশনার কামাল উদ্দিন।