টানা তিন বছর জিপিএ ৫-এ পিছিয়ে, পাসে এগিয়ে মেয়েরা





এইচএসসি`র ফল প্রকাশটানা তিন বছর পাসের হারে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে থাকলেও জিপিএ ৫-এর দিক থেকে ছেলেদের তুলনায় পিছিয়ে রয়েছে তারা।

এ বছর ১০টি শিক্ষা বোর্ডে ছাত্রদের পাসের হার ৬৩.৮৮ শতাংশ এবং ছাত্রীদের পাসের হার ৬৯.৭২ শতাংশ। অন্যদিকে, গত বছর মেয়েদের গড় পাসের হার ছিল ৭০.৪৩ শতাংশ এবং ছেলেদের পাসের হার ছিল ৬৮.৬১ শতাংশ। এর আগে ২০১৬ সালে ছেলেদের পাসের হার ছিল ৭৩.৯৩ শতাংশ এবং মেয়েদের পাসের হার ছিল ৭৫.৬০ শতাংশ।

তবে জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে টানা তিন বছর ছেলেদের তুলনায় মেয়েরা পিছিয়ে রয়েছে। এ বছর ১৫ হাজার ৫৮১ জন ছেলে এবং ১৩ হাজার ৬৮১ জন মেয়ে জিপিএ-৫ পেয়েছে। গত বছর মোট ২০ হাজার ৫৩৫ জন ছেলে এবং ১৭ হাজার ৪৩৪ জন মেয়ে জিপিএ-৫ পেয়েছিল। আর ২০১৬ সালে মোট ৩২ হাজার ৩৮১ জন ছেলে এবং ২৫ হাজার ৮৯৫ জন মেয়ে জিপিএ-৫ পায়।

যদিও এই তিন বছরে পরীক্ষায় অংশগ্রহণের দিক থেকে মেয়েদের তুলনায় ছেলেদের সংখ্যা বেশি।