নৌমন্ত্রী কেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকে?

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকে নৌমন্ত্রী শাজাহান খানপরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠকে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। এই বৈঠকে তার উপস্থিতির কারণ নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। শাজাহান খান ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দু’জনে এই প্রশ্নের জবাব দেন।

বৈঠকে কেন এসেছেন—সাংবাদিকদের এমন প্রশ্নে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, ‘আমাকে এখানে ডাকা হয়েছে। তাই এসেছি। বৈঠকে যে সিদ্ধান্ত হয়েছে আমি তাতে সহযোগিতা করবো।’

নৌমন্ত্রীর বৈঠকে আসার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘উনি (শাজাহান খান) শ্রমিক সংগঠন পরিচালনা করেন। পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা মালিক সংগঠন পরিচালনা করেন। সে কারণেই তাদের আমি বৈঠকে ডেকেছি।’

এদিকে গত ২৯ জুলাই দুই শিক্ষার্থী নিহতের ঘটনাটি হত্যা নাকি দুর্ঘটনা হিসেবে দেখছেন—এমন প্রশ্নে শাজাহান খান বলেন, ‘আইন অনুযায়ী যেটা হত্যা, সেটা হত্যা। আর যেটা দুর্ঘটনা সেটা দুর্ঘটনা হিসেবে বিবেচিত হবে।’

বুধবার (১ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিনি কনফারেন্স রুমে অনুষ্ঠিত বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, আইজিপি জাভেদ পাটোয়ারী, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া, বাস মালিক সমিতির নেতা এনায়েতউল্লাহ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন- শিক্ষার্থীদের সব দাবি সরকার মেনে নিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী