মিরপুরে রাজউকের অভিযানে ১৯ ভবন মালিক ও প্রতিষ্ঠানকে ৫০ লাখ টাকা জরিমানা



মিরপুরে রাজউকের অভিযানরাজধানীর মিরপুরের রোকেয়া সরণী ও কাজীপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৯টি ভবন মালিক ও প্রতিষ্ঠানকে ৫০ লাখ টাকা জরিমানা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। বুধবার (১২ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার ও অঞ্চল-৩-এর অথরাইজড অফিসার মো. মোবারক হোসেনের নেতৃত্বে গঠিত টাস্কফোর্স এ অভিযান চালায়। 
অভিযানে আবাসিক ভবন ও কার-পার্কিংয়ের জায়গায় বাণিজ্যিক ব্যবহার করার দায়ে ১৯টি হোল্ডিংয়ের ভবন মালিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠানকে ৫০ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রোকেয়া সরণীর হাতিল কমপ্লেক্সকে ২০ লাখ টাকা, কাজীপাড়ার লাইফ এইড হাসপাতালকে ৭ লাখ টাকা, উড আর্ট ফার্নিচারকে ‍৫ লাখ টাকা, হেরা ফার্নিচারকে ২ লাখ টাকা, আকতার ফার্নিচারকে ২ লাখ টাকা, লাক্সারি ফার্নিচারকে ১ লাখ টাকা, সওদাগর ফার্নিচারকে ১ লাখ টাকা, ওরিয়েন্টাল ফার্নিচারকে ১ লাখ টাকা, টিভিএস মোটর সাইকেল শো-রুম মালিককে ২ লাখ টাকা, হোন্ডা মোটর সাইকেল শো-রুমকে ১ লাখ টাকা ও ওয়ালটনের শো-রুম মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অনুমোদনহীন ভবনে ব্যবসা পরিচালনার জন্য স্বপ্ন সুপার শপকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে রাজউকের সহকারী অথরাইজড অফিসার রঙ্গন মণ্ডল ও মো. ইলিয়াস মিয়া উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার বলেন, ‘সকাল থেকে আমরা অভিযান চালাই। অভিযানে ১৯টি হোল্ডিংয়ের বিরুদ্ধে ৫০ লাখ টাকার মতো জরিমানা করা হয়। অভিযানে যে সব প্লট, ভবন ও ফ্ল্যাটে অননুমোদিত বা অবৈধভাবে গেস্ট হাউজ, রেস্টুরেন্ট, হোটেল, বারসহ বিভিন্ন বাণিজ্যিক কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং ফুটপাতে অবৈধ র‌্যাম্প তৈরি করা হয়েছে, সে সব মালিক ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলবে।’