বঙ্গবন্ধু ও বীরশ্রেষ্ঠদের নামে প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য চেয়েছে সরকার



জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বীরশ্রেষ্ঠদের নামে প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা চেয়েছে সরকার। বুধবার (১২ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালকের কাছে এ তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।
মন্ত্রণালয়ের উপসচিব মো. সারওয়ার হোসেন স্বাক্ষরিত চিঠিতে আগামী ১৭ সেপ্টেম্বরের মধ্যে দেশে বিদ্যমান এসব শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা পাঠাতে মাউশিকে নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে এই তালিকা চায় প্রধানমন্ত্রী কার্যালয়। প্রধানমন্ত্রী কার্যালয়ের নির্দেশের পর এই তথ্য চেয়েছে মন্ত্রণালয়।
মাউশির পরিচালক (মাধ্যমিক) ড. আব্দুল মান্নান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বীরশ্রেষ্ঠ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের নামে দেশে বিদ্যমান শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা চেয়েছে মন্ত্রণালয়। আমরা আঞ্চলিক পরিচালক ও শিক্ষা অফিসারদের কাছে তালিকা চেয়েছি।’