‘মূল বিষয় হলো অপপ্রয়োগ’

আরিফ জেবতিকব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট আরিফ জেবতিক বলেন, ‘আইন কিন্তু কোনোটাই খারাপ না। কিন্তু মূল বিষয় হলো এটার অপপ্রয়োগ। অভিজ্ঞতা বলে আইন থাকলে সেটার কিছু অপপ্রয়োগ হয়।’

বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের উদ্যোগে আয়োজিত ‘ডিজিটাল নিরাপত্তায় অনিরাপদ সাংবাদিকতা?’ শীর্ষক বৈঠকিতে তিনি এসব কথা বলেন।

আরিফ জেবতিক বলেন, ‘আমি খুবই আনন্দিত, একটা আইন হয়েছে। সবাই যখন নিরাপদ, তাহলে কেন সাংবাদিকরা অনিরাপদ হবে? গোটা সমাজ যখন অনিরাপদ হয়, তাহলে সাংবাদিকরা অনিরাপদ হবে।’

আরিফ জেবতিক বলেন, ‘কিছু বিষয় ছিল, আইনে যুক্ত হওয়ার প্রয়োজন ছিল। যেমন- ২১ ধারা। মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে নিয়ে, ইতিহাস নিয়ে বিতর্কিত কথা বলা যাবেনা; এটা আমরাও চেয়েছিলাম। সেটা হয়েছে, খুশি হয়েছি। কিন্তু গবেষণা করা আর বিতর্ক তৈরি করা এক নয়। গবেষণা তো কেউ ফেসবুকে করবে না। এটা উচিতৎও নয়।’

রাজধানীর শুক্রাবাদে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ আয়োজন সরাসরি সম্প্রচার করছে এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ তা সরাসরি সম্প্রচার করা হচ্ছে। মাহমুদুল হকের সঞ্চালনায় বৈঠকিতে অংশ নিচ্ছেন অনলাইন নিউজ পোর্টাল সারা বাংলা এবং গাজী টিভির এডিটর ইন চিফ ইশতিয়াক রেজা, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট রিয়াজুল কবির কাওছার, ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু ও বাংলা ট্রিবিউনের সম্পাদক জুলফিকার রাসেল।

বৈঠকির আরও খবর:

‘আইনটি সময়োপযোগী’

 

‘শুধু সাংবাদিকদের জন্য নয়, গবেষকদের জন্যও আইনটি বাধা হয়ে দাঁড়িয়েছে’

‘ডিজিটাল নিরাপত্তায় অনিরাপদ সাংবাদিকতা?’ শীর্ষক বাংলা ট্রিবিউন বৈঠকি শুরু