গাইবান্ধায় গ্যাস সংযোগের দাবিতে মানবব্ন্ধন





গাইবান্ধায় গ্যাস লাইন সংযোগের দাবিতে মানববন্ধনগাইবান্ধায় গ্যাস সংযোগের দাবি জানিয়েছে ঢাকাস্থ ‘ভালোবাসি গাইবান্ধা’ নামে একটি সংগঠন। শনিবার (২২ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে সংগঠনটি এই দাবি জানায়।
মানববন্ধনে বক্তারা বলেন, পার্শ্ববর্তী জেলায় গ্যাস সংযোগ থাকলেও গাইবান্ধায় নেই। সরকার উত্তরবঙ্গে গ্যাস সংযোগ দিলে গাইবান্ধা জেলাকেও এর অন্তর্ভুক্ত করতে হবে।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-৩০৪ (গাইবান্ধা-জয়পুরহাট) এলাকার এমপি অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি বলেন, ‘আমরা রান্নার জন্য গ্যাস সংযোগ চাই না। আমরা চাই শিল্প প্রতিষ্ঠা করতে। গাইবান্ধায় শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠলে লাখ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে, কমবে দারিদ্র্য। উত্তরের শিল্প ও বাণিজ্যের অপার সম্ভবনা থাকার পরও গ্যাস সংযোগের অভাবে নতুন উদ্যোক্তা সৃষ্টি হচ্ছে না।’
এ সময় আরও উপস্থিত ছিলেন, ‘ভালোবাসি গাইবান্ধা’র সভাপতি গোলাম আশিক যাদু, সাধারণ সম্পাদক আবুল হোসেন,সহ-সভাপতি খন্দকার আব্দুল্লা হিল কাফি, সাবেক সভাপতি মোকছুদার রহমান মাকসুদ প্রমুখ।