যদি সমাবেশে মানুষ চায়, সে ব্যবস্থাও আমরা করে দেবো: প্রধানমন্ত্রী

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী (ছবি: ফেকাস বাংলা)

২০ দলীয় জোটের সমাবেশে মানুষ চাইলে তার ব্যবস্থা আওয়ামী লীগ করে দিতে প্রস্তুত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আমরা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দিয়েছি। আমি বলেছি, সোহরাওয়ার্দী উদ্যানে একটা জায়গা করে দিন, যে যত খুশি বক্তব্য দিক। আরও দু-একটি জায়গা পাওয়া যায় কিনা তাও দেখছি। এটি মানুষের গণতান্ত্রিক অধিকার। তারা যদি সমাবেশে মানুষ চায়, সে ব্যবস্থাও আমরা করে দিতে পারি। তাদের এসব সমাবেশ নিয়ে আমার ভয়ের কিছু নেই।’

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদান শেষে বুধবার (৩ সেপ্টেম্বর) বিকালে গণভবনে সংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
২০ দলীয় জোট সম্প্রসারণ নিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘একটা জোট হচ্ছে আমি খুব খুশি। তাদের জোট করার জন্য যদি সহযোগিতা করা লাগে তবে তা আমি করবো। কারণ, আমরা জানি বাংলাদেশে ভোট আছে দুপক্ষে। একটি হচ্ছে আওয়ামী লীগ ও আরেকটি হলো অ্যান্টি আওয়ামী লীগ। এখন অ্যান্টি আওয়ামী লীগ ভোটগুলোকে তো একটি জায়গায় যেতে হবে। তাদের জন্য একটি জোট হচ্ছে এবং সেখানে বড় বড় মানুষও আছে। জোট হওয়া তো ভালো কথা। আমার কথা হচ্ছে শত ফুল ফুটতে দিন।’

শেখ হাসিনা বলেন, ‘জোট গঠন নির্বাচনের জন্য ভালো। তবে শেষ পর্যন্ত তারা নির্বাচনে আসবে কিনা বা আসার সামর্থ্য তাদের আছে কিনা বা সেই সাহস তাদের আছে কিনা, সেটিও কিন্তু একটি প্রশ্ন।’

আরও পড়ুন..
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী 

আমার ফেসবুক নেই: শেখ হাসিনা

সাম্প্রদায়িক আচরণকারীরা বিকৃতমনা

জনগণ ভোট দিলে আছি, না দিলে নাই: শেখ হাসিনা

রোহিঙ্গা সংকট সমাধানে বিশ্ব নেতাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছি: প্রধানমন্ত্রী

সব দলই নির্বাচনে আসবে: প্রধানমন্ত্রী