নবীজির রওজা জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

মসজিদে নববীসৌদি আরবের মদিনায় হজরত মোহাম্মদ (সা.)-এর রওজা শরিফ জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার রাতে তিনি মসজিদে নববীতে যান এবং সেখানে এশার নামাজ আদায় করেন। 

চারদিনের রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রী এখন সৌদি আরবে অবস্থান করছেন। তিনি মঙ্গলবার ঢাকা ত্যাগ করেন।

প্রধানমন্ত্রী বুধবার রাতে মসজিদে নববীতে এশার নামাজ আদায় করেন। এ সময় তিনি দেশ ও জাতির মঙ্গল কামনায় এবং পুরো মুসলিম উম্মাহর জন্য দোয়া করেন।মসজিদে নববীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ছবি: বাসস)

এর আগে সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের বিশেষ একটি ফ্লাইটে তিনি মদিনায় পৌঁছান। তিনি মদিনায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে চ্যানসেরি ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। আজই তিনি মদিনা থেকে জেদ্দায় যাবেন। আজ বৃহস্পতিবার রাতে মক্কায় ওমরাহ পালন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। আগামীকাল শুক্রবার প্রধানমন্ত্রী দেশের উদ্দেশে জেদ্দা ছেড়ে আসবেন।

সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের আমন্ত্রণে প্রধানমন্ত্রী এই সফরে গেছেন। সূত্র: বাসস।

আরও পড়ুন- 

বাংলাদেশ-সৌদি আরবের মধ্যে ৫ সমঝোতা