‘আত্মকর্মসংস্থান প্রকল্পে সফলদের পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণ’

সংসদ অধিবেশন (ফাইল ফটো)আত্মকর্মসংস্থান প্রকল্পের জন্য সরকার বর্তমানে এক লাখ টাকা করে ঋণ দিচ্ছে। তবে যারা সফল তাদের বিভিন্ন ব্যাংক থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
রবিবার (২১ অক্টোবর) জাতীয় সংসদে ভোলা-৩ আসনের এমপি নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়ামন্ত্রী বীরেন শিকদারের পক্ষে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ জাতীয় সংসদকে এ তথ্য জানান।
মন্ত্রী জানান, বিদ্যমান কর্মসূচির পাশাপাশি ‘আত্মকর্মী হতে উদ্যোক্তা উন্নয়ন ঋণ’ কর্মসূচি নামে পরীক্ষামূলকভাবে একটি ঋণ কর্মসূচি আগামী জানুয়ারি থেকে সীমিত আকারে আটটি বিভাগীয় জেলায়/শহরে শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে প্রত্যেককে সাড়ে তিন লাখ টাকা করে ঋণ দেওয়ার ব্যবস্থা থাকবে।