ইশতেহার প্রস্তুত, ২৬ অক্টোবরের পর প্রকাশ: সেতুমন্ত্রী

ওবায়দুল কাদেরসড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আওয়ামী লীগের নির্বাচনি ইশতেহার চূড়ান্ত করা হয়েছে। ২৬ অক্টোবরের পর তা প্রকাশ করা হবে। মঙ্গলবার (২৩ অক্টোবর) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক বিষয়ে আলোচনা করার সময় তিনি এসব কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, ‘নির্বাচনকালীন সরকারের আকার গত নির্বাচনকালীন সরকারের মতোই হবে। দুই-একজন নতুন মুখ আসতে পারে। নতুন মুখ যারা আসবে, তারা সবাই প্রধান বিরোধীদল থেকে। তবে কতজন হবে সে সিদ্ধান্ত হবে ২৬ অক্টোবরের যৌথসভায়। তখন যে সরকারটি হবে— সেটি হবে নিয়মিত সরকার। তবে আকার ছোটবড় হতে পারে। ’
সেতুমন্ত্রী আরও বলেন, ‘নির্বাচনকালীন সরকার গঠনের পর একনেক সভা হবে না। জরুরি প্রয়োজন ছাড়া মন্ত্রিসভার বৈঠকও হবে না। ’
ওবায়দুল কাদের বলেন, ‘অংশগ্রহণমূলক নির্বাচনে প্রচার-প্রচারণায় কাউকেই বাধা দেওয়া হবে না। সবাই সমান সুযোগ পাবেন। অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে বিদেশিদের কোনও চাপ নেই।’
ওবায়দুল কাদের আরও বলেন, ‘নির্বাচনকালীন সরকারের মন্ত্রীরা তাদের নিজস্ব নির্বাচনি এলাকায় গাড়িতে পতাকা ব্যবহার করতে পারবেন না ,তবে নির্বাচনি এলাকার বাইরে তারা তা পারবেন। নির্বাচনকালীন সময়ে মন্ত্রীদের নিরাপত্তা আগের মতোই বহাল থাকবে। ’
ব্যারিস্টার মইনুল হোসেন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘ঐক্যফ্রন্টের নব্য নেতা হিসেবে নয়, ব্যারিস্টার মইনুল হোসেনকে গ্রেফতার করা হয়েছে তার ব্যক্তিগত অপরাধের জন্য।’
নির্বাচনের আগে ডিজিটাল নিরাপত্তা আইন এবং সড়ক পরিবহন নিরাপত্তা আইনের কোনও পরিবর্তন হবে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, ‘নির্বাচনের আগে কোনও আইন সংশোধেনের সুযোগ নেই। তবে ডিজিটাল আইনের যাতে অপপ্রয়োগ না হয়, সেদিকে নজর থাকবে। ’