অষ্টম শ্রেণি পর্যন্ত একটি পাবলিক পরীক্ষার পক্ষে মন্ত্রণালয়

সমাপনী পরীক্ষাপ্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেছেন,  ‘সরকার চেয়েছে পিইসি ও জেএসসি পরীক্ষা অনুষ্ঠিত হোক, সেটাই হচ্ছে। সরকার যদি অষ্টম শ্রেণি পর্যন্ত একটি পাবলিক পরীক্ষা আয়োজন করার সিদ্ধান্ত নেয় তাহলে সেটিই হবে। আর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় একটি পাবলিক পরীক্ষার পক্ষে রয়েছে।’

রবিবার (১৮ নভেম্বর) ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষা কেন্দ্র পরির্দশন করে মন্ত্রী এসব কথা বলেন। রবিবার সকাল সাড়ে ১০টা পরীক্ষা শুরু হয়েছে। দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা চলবে। পরীক্ষা চলবে ২৬ নভেম্বর পর্যন্ত। এবার  ৭ হাজার ৪১০টি কেন্দ্রে ৩০ লাখ ৯৫ হাজার ১২৩ শিক্ষার্থী অংশ নিয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমানপ্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বলেন, ‘সরকার সিদ্ধান্ত নিলে শিক্ষা নীতির আলোকে প্রাথমিক পর্যায়ে অষ্টম শ্রেণি পর্যন্ত দু’টি পরীক্ষার বদলে একটি পরীক্ষা নেওয়া হবে। যাদের পরামর্শ নিয়ে সমাপনী-ইবতেদায়ি পরীক্ষা শুরু করা হয়েছিল তারা বর্তমানে এ পরীক্ষা আয়োজন নিয়ে ভিন্ন মত প্রকাশ করছে। পঞ্চশ শ্রেণিতে পাবলিক পরীক্ষা আয়োজন করা সরকারের সিদ্ধান্ত, তাই এ পরীক্ষা আয়োজন করা হচ্ছে। তবে আমরাও একটি পরীক্ষা আয়োজনের পক্ষে।’

সমাপনী পরীক্ষাতিনি বলেন, ‘মানসম্মত শিক্ষা বাস্তবায়ন করতে এবার প্রশ্ন পদ্ধতিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। বহুনির্বাচনি প্রশ্ন তুলে দিয়ে রচনামূলক ও এক কথায় উত্তর যুক্ত করা হয়েছে। পাঠ্যপুস্তক পড়ে শিক্ষার্থী বুঝতে পারছে কিনা তা মূল্যায়ন করতে নুতন পদ্ধতি অনুসরণ করা হচ্ছে। সারাদেশে সুষ্ঠুভাবে সমাপনী ও ইবতেদায়ি পরীক্ষা শুরু হয়েছে। প্রশ্নফাঁস বা কোথাও কোনও বিশৃঙ্খলার ঘটনা শোনা যায়নি।’

46414677_350171405546437_8385226271600148480_n

প্রসঙ্গত, এবছর প্রাথমিক সমাপনীতে ২৭ লাখ ৭৭ হাজার ২৭০ জন এবং ইবতেদায়িতে ৩ লাখ ১৭ হাজার ৮৫৩ জন পরীক্ষায় অংশগ্রহণ করছে।