ওপিসিডব্লিউ’র নির্বাহী পরিষদের সদস্য হলো বাংলাদেশ

রাসায়নিক অস্ত্র নিরস্ত্রীকরণ সংগঠন-ওপিসিডব্লিউ এর কার্যালয়আগামী ২০১৯-২০২১ মেয়াদের জন্য রাসায়নিক অস্ত্র নিরস্ত্রীকরণ সংস্থার (ওপিসিডব্লিউ) নির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। সংস্থাটির চলমান ২৩তম অধিবেশনে সোমবার (১৯ নভেম্বর) সদস্য রাষ্ট্রসমূহের সর্বসম্মতিক্রমে বাংলাদেশ নির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত হয়।
মঙ্গলবার (২০ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বাংলাদেশ সর্বসম্মতিক্রমে ২৩তম অধিবেশনের ভাইস-চেয়ারপারসনও নির্বাচিত হয়েছে।
এই সংস্থার নির্বাহী পরিষদের ২০১৯-২০২১ মেয়াদের জন্য এশিয়া গ্রুপ থেকে বাংলাদেশসহ ছয়টি দেশ সদস্য নির্বাচিত হয়েছে। উল্লেখ্য, এর আগে গত ২০১৬-২০১৮ মেয়াদের জন্য বাংলাদেশ নির্বাহী পরিষদের সদস্য মনোনীত হয়েছিল।