‘নির্বাচনি পরিবেশ একেবারেই নেই, এ জায়গায় আমার দ্বিমত আছে’

আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন

আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন বলেছেন, ‘দেশে নির্বাচনি পরিবেশ একেবারেই নেই, এই জায়গায় আমার দ্বিমত আছে। আর নির্বাচনি সহিংসতা শুধু মৃত্যু নয়; আরও নানান সহিংসতা আছে।’

দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজন ‘নির্বাচনি সহিংসতা’ শীর্ষক বৈঠকিতে অংশ নিয়ে তিনি একথা বলেন।

দেলোয়ার হোসেন বলেন, ‘তফসিল ঘোষণার পর আওয়ামী লীগের দুই কর্মীকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। এই হত্যা থেকে সহিংসতার আশঙ্কা অবশ্যই আছে। এই দু’টি মৃত্যু শুধু না; এমন ঘটনা আরও ঘটবে কিনা সেটা আমরা জানি না।’

তিনি আরও বলেন, ‘আপনারা বলেছেন, ২০১৪ সালের নির্বাচনে যেই সহিংসতা হয়েছে সেরকম পরিস্থিতি আবার ফেরত আসতে পারে। ২০০১ সালে ভোট দেওয়ার অপরাধে কিংবা একটি সম্প্রদায়ের অংশ হিসেবে নির্যাতন হয়নি? তাই মানুষের মধ্যে, আমাদের নেতাকর্মীদের মধ্যেও নির্বাচনি সহিংসতার আশঙ্কা আছে।’

দেলোয়ার হোসেন বলেন, ‘আপনারা অভিযোগ করেন, পোস্টার লাগাতে দিচ্ছে না। এসব অভিযোগ দেখবে নির্বাচন কমিশন; আপনারা সেখানে গিয়ে অভিযোগ করেন। এখন যেই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, তাদের সহযোগিতা নেন। অন্য দলের মতো আমরাও একটি রাজনৈতিক দল, আমরাও নির্বাচন কমিশনে গিয়ে আমাদের অভিযোগ জানাই।’

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টা থেকে শুরু হয় বাংলা ট্রিবিউন বৈঠকি। রাজধানীর শুক্রাবাদে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ আয়োজন সরাসরি সম্প্রচার করে এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা যাচ্ছে বাংলা ট্রিবিউন বৈঠকি।

এটিএন নিউজের প্রধান নির্বাহী মুন্নী সাহার সঞ্চালনায় এ আয়োজনে আরও অংশ নেন– ঐক্যফ্রন্টের নির্বাচন সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক ও গণফোরামের প্রেসিডিয়াম সদস্য জগলুল হায়দার আফ্রিক, বেসরকারি টিভি চ্যানেল ডিবিসি’র সম্পাদক জায়েদুল আহসান পিন্টু, ইন্সটিটিউট অফ ইনফরমেটিক্স অ্যান্ড ডেভেলপমেন্টের (আইআইডি) নির্বাহী প্রধান সাঈদ আহমেদ, সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ এবং বাংলা ট্রিবিউন সম্পাদক জুলফিকার রাসেল। বৈঠকির সহযোগিতায় রয়েছে আইআইডি।

আরও পড়ুন– 

ঐক্যফ্রন্টের প্রার্থীরা আতঙ্কিত: জগলুল হায়দার আফ্রিক

নির্বাচনি সহিংসতা মানুষের ওপর প্রভাব ফেলছে: সাঈদ আহমেদ

রাজনৈতিক দলগুলোর মধ্যে হৃদ্যতা নেই: মোহাম্মদ শাহনেওয়াজ

‘উৎসাহ-উদ্দীপনাপূর্ণ নির্বাচন নিয়ে এখনও এত হতাশ হওয়ার কিছু নেই’